For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"গোমাংস খেতে হলে নিজের দেশে খেয়ে ভারতে এসো", ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

নতুন মন্ত্রিত্বপদ পেয়েই বিতর্ক বাঁধালেন পর্যটনমন্ত্রী কেজে আনফনস। বিদেশ থেকে এদেশে আসা নাগরিকদের নতুন পরামর্শ দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রে নতুন মন্ত্রিত্বপদ পেয়েই বিতর্ক বাঁধালেন পর্যটনমন্ত্রী কেজে আনফনস। বিদেশ থেকে এদেশে আসা নাগরিকদের নতুন পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, গোমাংস খেতে হলে নিজের দেশে খেয়ে তারপর যেন তাঁরা ভারতে আসেন।

গোমাংস খাওয়া নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

পর্যটনের দায়িত্ব পাওয়ার পরে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন, গরু ও গোমাংস নিয়ে বিতর্ক ভারতের পর্যটন শিল্পে প্রভাব ফেলছে কিনা। তার প্রেক্ষিতে আনফনস বলেন, বিদেশিরা নিজের দেশে গোমাংস খেয়ে এদেশে আসতেই পারেন।

ওড়িশায় "ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স" এর ৩৩তম সম্মেলনে এসে এমন মন্তব্য করেন তিনি। এর একদিন আগেই অবশ্য তিনি কেরলের অধিবাসীদের গোমাংস খেতে ছাড় দিয়েছিলেন।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর যেমন বলেছেন যে গোয়ায় গোমাংস খাওয়া যাবে, তেমনই কেরলেও গোমাংস খাওয়া যাবে বলে আনফনস দাবি করেন। অথচ বিদেশি পর্যটকদের বেলায় অন্য নিয়ম কেন তা নিয়ে কোনও কৈফিয়ত দেননি তিনি।

পর্যটন নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী বলেছেন, ভারতের পর্যটনকে সাজিয়ে তুলতে নিত্যনতুন ভাবনাকে কাজে লাগানো হবে। খুব তাড়াতাড়ি নতুন ভাবনাকে কাজে লাগানো হবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

English summary
Eat beef in your country and then come to India, says tourism minister K J Alphons to foreigners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X