For Quick Alerts
For Daily Alerts
দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কে রাজধানী এবং তার সংলগ্ন এলাকার মানুষ
সন্ধ্যাবেলায় ভূমিকম্পে আতঙ্ক ছড়াল দিল্লিবাসীদের মধ্যে। কম্পন অনুভূত হয় দিল্লিরপার্শ্ববর্তী এলাকাগুলিতেও। বিশেষ করে গুরুগ্রামেও মৃদু কম্পন অনুভূত হয়। অফিস ফেরত মানুষরা স্বাভাবিকভাবেই প্রথমে বুঝতে পারেননি কি হচ্ছে। পরে বিষয়টি ঠাহর হতেই আতঙ্ক ছড়ায়।

ওয়ার্ল্ড আর্থকোয়েক ডট কম-এর দেওয়া তথ্যে জানা গিয়েছে উত্তরাখন্ডে ছিল এই কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। রাত পৌনে ন'টা নাগাদ ভূস্পৃষ্ট থেকে ১০ কিমি গভীরে কম্পন অনুভূত হয়।
জানা গিয়েছে উত্তরাখণ্ডের দেহরাদূনের ১২৪ কিমি দূরে রুদ্রপ্রয়াগ জেলার পাহাড়ি এলাকায় এই কম্পনের উৎসস্থল ছিল। দেহরাদূন, রুরকি, হরিয়ানাতেও কম্পন অনুভূত হয়। দেহরাদূনে বহু মানুষ আতঙ্কে বাড়ি থেকে বাইরেও বেরিয়ে আসেন।
দিল্লি, গুরুগ্রাম ও গাজিয়াবাদের বহু মানুষ কম্পনের আতঙ্কে টুইটও করে বসেন।