For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে ভারতের তরফে বাংলাদেশ পেল নয়া 'উপহার'

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রবল দাপটের মাঝে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। দু দিনের বাংলাদেশ সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১.২ মিলিয়ন কোভিড ভ্যাকসিনের প্রতীকী বক্স তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু যে ১.২ মিলিয়ন ভ্যাকসিনই ভারত বাংলাদেশকে দিয়েছে , তা নয়। এর সঙ্গে ১০৯ টি অ্যাম্বুলেন্সও তুলে দেওয়া হয়েছে হাসিনার হাতে।

করোনাকালে ভারতের তরফে বাংলাদেশ পেল নয়া উপহার

এদিন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে করোনার দংশন সম্পর্কীয় বহু আলোচনা হয়েছে। এছাড়াও দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে একাধিক ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। সম্পদ, ব্যবসা, স্বাস্থ্য, ডেভেলপমেন্টাল কো অপরেশন সম্পর্কীয় বিভিন্ন ইস্যুতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। এদিন হাসিনা ও মোদীর মধ্যে একান্তে বৈঠক হয়। প্রসঙ্গত, গত বছর লাদাখে চিনের আগ্রাসনের পর বাংলাদেশকে নিয়ে চিন বহু কূটনৈতিক পদক্ষেপ নেয়। তারপর মোদীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ ছিল।

এদিন একাধিক ইস্যুতে দ্বিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে এদিন ৫ টি মৌ স্বাক্ষরিত হয়। সংযোগ, ব্যবসা, তথ্য ও প্রযুক্তি, খেলা সহ একাধিক, ইস্যুতে দ্বিপক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তি যুদ্ধের ৫০ বছর ও মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোদী বাংলাদেশ সফরে পৌঁছেছেন। এর আগে শুক্রবারই বাংলাদেশের স্বাধীনতার গোল্ডেন জুবিলি উপলক্ষ্যে মোদী বাংলাদেশ পৌঁছন।

এদিকে মোদীর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী৷ সেখানে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী। তার সঙ্গে সঙ্গেই শান্তনু ঠাকুরের ভূয়সী প্রশংসা করেন মোদী।

English summary
During Modi's visit India Gifts 1.2 Million Covid-19 Vaccine Doses to Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X