For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাকা তল্লাশির জের, রাস্তায় পঁচছে লরি লরি আপেল

নাকা তল্লাশির জের, রাস্তায় পঁচছে লরি লরি আপেল

Google Oneindia Bengali News

নাকা চেকিং চলছে কাশ্মীরে। দিল্লি যাওয়ার সব গাড়িকে চেকিং করে ছাড়া হচ্ছে। তার জেরে জম্মু-কাশ্মীর হাইওয়েতে শতাধিক লরি আটকে রয়েছে। আর সব লরিতেই রয়েছে আপেল। কাশ্মীরের অর্থকরি ফসল বলা হয় যাকে। সেই আপেল গত এক সপ্তাহ ধরে লরিতে আটকে থেকে পচতে শুরু করেছে। এই নিয়ে প্রবল বিক্ষোভ দেখচ্ছেন আপেল চাষীরা।

নাকা তল্লাশির জের, রাস্তায় পঁচছে লরি লরি আপেল

কারণ আপেল বেশিদিন গরমে বাক্স বন্দি থাকলে পচতে শুরু করে। তাহলে রাস্তায় ফেলে দিতে হবে লরি লরি আপেল। সেই আশঙ্কায় ভুগছেন আপেল চাষীরা। ইতিমধ্যেই ১০,০০০ আপেল বোঝাই লরি আটকে রয়েছে জম্মু-কাশ্মীর হাইওয়েতে। সেপ্টেম্বর মাস থেকেই কাশ্মীর থেকে আপেল দেশের বিভিন্ন প্রান্তে রওনা হয়। সেই লরি যদি আটকে থাকে তাতে আপেল গুলি পচতে শুরু করবে

এদিকে রবিবার এবং সোমবার কাশ্মীরের বাজার বন্ধ থাকে। কাজেই আরও সমস্যা হবে। চিন্তায় ঘুম উড়েছে আপেল চাষীদের। এই পরিস্থিতিতে আপেলের ট্রাক দ্রুত ছাড়ার তোরজোর করেছে প্রশাসন। সেকারণে বেশ কিছু িনয়ম শীথিল করে দ্রুত আপেলের ট্রাক ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৮ সালে ২১ সেপ্টেম্বর উত্তাল হয়েছিল কাশ্মীর । সেসময় রাস্তায় আপেেলর গাড়ি আটকে থেকে বিপুল ক্ষতির মুখ দেখেছিলেন আপেল চাষীরা। রাস্তায় পুড়িয়ে ফেলতে হয়েছিল শয়ে শয়ে আপেেলর বাক্স। কিন্তু সেই অশান্তির আঁচ যাতে না পৌঁছয় সেকারণে এই সময়টায় কাশ্মীরে নাকা চেকিং বেশি থাকে। তার জেরে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল আপেল চাষীদের।

English summary
apples start rotting in Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X