For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক, গুজরাতের জামনগরে জরুরি অবতরণ

মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক, গুজরাতের জামনগরে জরুরি অবতরণ

Google Oneindia Bengali News

স্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক। ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল গুজরাতের জামনগরে। জানা গিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে প্রথমে এই বিমানে বোমা রাখার ফোন আসে। তারপরেই বিমানটিকে গুজরাতের জামনগরে জরুরি অবতরণ করানো হয়। এখনও তল্লাশি চালানো হচ্ছে বিমানটিতে। সব যাত্রীরাই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।

গুজরাতের জামনগরে জরুরি অবতরণ

পর পর বিমানকাণ্ড ঘটেই চলেছে। গত কয়েকদিন ধরে একাধিক উড়ানের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। মঙ্গলবার ফের বিমানে কাণ্ড খবরের শিরোনামে। মস্কো-গোয়া উড়ানে হঠাৎ করে বোমা রাখার খবর পান এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারীকরা। তড়িঘড়ি বিমানটিকে গুজরাতের জামনগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে অবতরণ করানো হয়।

২৪৪ জন যাত্রী ছিলেন সেই বিমানে। জামনগরে বিমানটি অবতরণ করতেই গোটা বিমান খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াডকে আগে থেকেই বিমানবন্দরে রাখা হয়েছিল। বিমান অবতরণ করতেই বোম্বস্কোয়াড তল্লাশি শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তেমন কিছু পাওয়া যায়নি বিমানে। অর্থাৎ বোমের মত কিছু পাওয়া যায়নি। এনএসজির জওয়ানরাও গোটা বিমানে তল্লাশি চালিয়েছেন। তবে কোনও কিছুই পাওয়া যায়নি বিমানটিতে।

খবরটি প্রকাশ হতেই রাশিয়ার দূতাবাসের পক্ষথেকেও সতর্কতা জারি করা হয়। তারা জানিয়েছে ভারতের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল তাঁদের। তবে সব যাত্রীরাই নিরাপদে রয়েছে বলে রুশ দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে। সকাল পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। বেশ কয়েক ঘণ্টা ধরে বিমানে তল্লাশি চালানো হয়েছে। প্রায় ৯ ঘণ্টা জামনগর বিমান বন্দরটি ঘিরে রাখা হয়েছিল।

English summary
Emergency landing of Moscow-Goa flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X