For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলমেট ছাড়া বাইকে জরিমানা এড়াতে আরোহীদের নয়া কায়দা! ভাইরাল ভিডিও

১ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে মোটর ভেহিক্যালস অ্যাক্ট। আর সেই অ্যাক্ট অনুযায়ী , একাধিক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

১ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে মোটর ভেহিক্যালস অ্যাক্ট। আর সেই অ্যাক্ট অনুযায়ী , একাধিক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো , বা হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে একাধিক কড়া নিয়ম লাগু করা হয়েছে।

হেলমেট ছাড়া বাইকে জরিমানা এড়াতে আরোহীদের নয়া কায়দা! ভাইরাল ভিডিও

এবার এই নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া কোনও বাইক আরোহীকে দেখলেই , পুলিশ জরিমানা নেবে। এই আইনের কথা জেনেই, কয়েকজন বাইক আরোহী বাইক থেকে নেমে বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান, পুলিশের সামনে দিয়েই। গোটা ঘটনা বন্দি হয়েছে একিট ৩০ সেকেন্ডের ভিডিওতে। বাইক চড়লে হেলমেট প্রয়োজন, কিন্তু বাইক হাতে নিয়ে হেঁটে গেলে হেলমেট প্রয়োজন নেই। ফলে জরিমানাও নেই। আর এই নিয়মের জাঁতাকলে পড়ে পুলিশও কিছু করতে পারছে না।

প্রসঙ্গত, এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ইন্টরনেটে। আর সেই ভিডিও প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। অনেকেই পুলিশকে পরামর্শ দিয়ে বলেন, এঁদের ধাওয়া করা উচিত পুলিশের। দেখা উচিত কতদূর পর্যন্ত এঁরা এভাবে বাইক হাঁটিয়ে নিয়ে যায়।

 [আরও পড়ুন: নিজের জীবন দিয়ে সহকর্মী এবং প্ল্যান্ট বাঁচালেন ওএনজিসির জিএম] [আরও পড়ুন: নিজের জীবন দিয়ে সহকর্মী এবং প্ল্যান্ট বাঁচালেন ওএনজিসির জিএম]

[আরও পড়ুন: পঞ্জাবের গুরদাসপুরে ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে ১০ জনের মৃত্যু, আটকে বহু][আরও পড়ুন: পঞ্জাবের গুরদাসপুরে ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে ১০ জনের মৃত্যু, আটকে বহু]

English summary
Driving without helmet is illegal but walking isn’t , this video goes viral .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X