For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের সময় দেশের রেড জোনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, বলছে নতুন সমীক্ষা

লকডাউনের সময় দেশের রেড জোনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, বলছে নতুন সমীক্ষা

Google Oneindia Bengali News

কোভিড–১৯ ও লকডাউনের জেরে মানুষ এখন বাধ্য হচ্ছে বাড়িতেই থাকতে। আর এই সুযোগে বাড়ছে মহিলাদের ওপর অপরাধ। লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে এক নতুন সমীক্ষায় জানানো হয়েছে যে ভারতের রেড জোন, জেলাগুলিতে যেখানে কড়া লকডাউনের সতর্কতা জারি করা ছিল, সেই জায়গাগুলি থেকে গার্হস্থ্য হিংসার এবং মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধ, হেনস্থা, যৌন নির্যাতন ও ধর্ষণের মতো অভিযোগ পাওয়া গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিকে প্রকাশিত হয়েছিল এই সমীক্ষা গত ২১ জুন। এই সমীক্ষার প্রধান দুই লেখক ও ইউসিএলএ–এর পাবলিক পলিসির অধ্যাপক সারাবনা রবীন্দ্রন ও মণিশা শাহ ভারতের জাতীয় মহিলা কমিশনে নিবন্ধীত অভিযোগগুলিকে একত্রিত করে, সেখান থেকে দেশের রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে কত অপরাধ হয়েছে তা বাছাই করেছেন। এছাড়াও কোভিড কেস রয়েছে প্রশাসনের দ্বারা চিহ্নিত জেলাগুলিতেও এ ধরনের অপরাধ হয়েছে। গবেষকরা গুগল গতিশীলতা ও সার্চ ট্রেন্ড ব্যবহার করে সেগুলিকে ক্রস চেকও করেছে।

মে মাসে সবচেয়ে বেশি ঘরোয়া হিংসার অভিযোগ

মে মাসে সবচেয়ে বেশি ঘরোয়া হিংসার অভিযোগ

জাতীয় মহিলা কমিশনের অভিযোগ ও তদন্তকারী সেলে এ বছরের মে মাসে গার্হস্থ্য হিংসার অভিযোগ জমা পড়েছে ৩৯২টি, যা গত বছর একই সময়ে ছিল ২৬৬টি। এ বছরের মে মাসে মহিলা সংক্রান্ত সাইবার ক্রাইম হয়েছে ৭৩টি, ২০১৯ সালের মে মাসে যার সংখ্যা ছিল ৪৯টি। তবে ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনা এ বছর হ্রাস পেয়েছে ৬৬ শতাংশ, গত বছর মে মাসে ১৬৩ থেকে নেমে তা এ বছর ৫৪-তে দাঁড়িয়েছে। ২০১৯ সালে এই সংক্রান্ত অপরাধ ১৭ শতাংশ হ্রাস পেয়েছিল, ২০১৮ সালের মে-তে যা ছিল ১৯৮টি।

রেড জোনে গার্হস্থ্য হিংসার সংখ্যা বেশি

রেড জোনে গার্হস্থ্য হিংসার সংখ্যা বেশি

এই তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছে যে প্রতিটি রেড জোন জেলায় মাসিক গার্হস্থ্য হিংসার গড় সংখ্যা এ বছরের মার্চ মাসে ১.‌৫-এর নীচে ছিল, যা মে মাসের মধ্যে দু'‌য়ে চলে যায়। গ্রিন জোন জেলার ক্ষেত্রে লকডাউনের সময় এই সংখ্যাটি ০.‌৩-তে ঘোরাঘুরি করছে বা প্রতি দশ জেলার ক্ষেত্রে তিনটি করে কেস। অন্যদিকে গ্রিন জোনের তুলনায় রেড জোনে মহিলা সংক্রান্ত সাইবার অপরাধের অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত অভিযোগ এ বছরের ফেব্রুয়ারিতে রেড জোন জেলাগুলিতে গড়ে ০.‌১-এর নীচে ছিল, যা বেড়ে গিয়ে মে মাসে দাঁড়িয়েছে ০.‌৩৫, যেখানে একই সময়ে গ্রিন জোনে এই সংখ্যা বেড়েছে .‌০৩ থেকে .‌০৬।

গ্রিন জোনে হ্রাস পেয়েছে ধর্ষণ, যৌন নির্যাতন

গ্রিন জোনে হ্রাস পেয়েছে ধর্ষণ, যৌন নির্যাতন

অন্যদিকে, গ্রিন জোনে ধর্ষণ, যৌন নির্যাতন ও হেনস্থা এপ্রিল-মে মাসে রেড জোনের অপেক্ষায় হ্রাস পেয়েছে। রেড জোন জেলাগুলিতে ধর্ষণ ও যৌন হেনস্থার গড় সংখ্যা মার্চে .‌৫ থেকে সরে এপ্রিলে .‌১-এর নীচে নেমে আসে এবং মে মাসে তা .‌২-এ চলে আসে। গ্রিন জোনে ওই একই সময়ে .‌১ থেকে ০ ও .‌০৫-এর নীচে চলে যায়। সমীক্ষায় বলা হয়েছে, এই অপরাধ হ্রাস হওয়ার পেছনে কারণ হল জবহুল এলাকা, গণ পরিবহন ও কর্মক্ষেত্রের গতিশীলতা হ্রাস। এই গবেষণাগুলি ভারতের রাস্তার নারীদের হয়রানির মুখোমুখি হওয়া এই গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গুগলে প্রবণতা বেড়েছে হেল্পলাইন নম্বর খোঁজার

গুগলে প্রবণতা বেড়েছে হেল্পলাইন নম্বর খোঁজার

এই সমীক্ষাতে এও দেখা গিয়েছে যে রেড জোনে ঘরোয়া হেনস্থা ও গার্হস্থ্য হিংসা হেল্পলাইন নম্বর খোঁজার প্রবণতা গুগলে উল্লেখযোগ্যভাবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলে বৃদ্ধি পেয়েছে। তবে গ্রিন জোনে সেভাবে এই বিষয়টি বৃদ্ধি পায়নি।

উদ্বেগ বাড়াচ্ছে উচ্চ সংক্রমণ হার সঙ্গে দৈনিক মৃতের সংখ্যা! ৮ রাজ্যের সঙ্গে জরুরী বৈঠকে কেন্দ্র উদ্বেগ বাড়াচ্ছে উচ্চ সংক্রমণ হার সঙ্গে দৈনিক মৃতের সংখ্যা! ৮ রাজ্যের সঙ্গে জরুরী বৈঠকে কেন্দ্র

English summary
domestic violence has risen in the countrys red zone during the lockdown a new survey says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X