For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লড়াইয়ে মৃত চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের শহিদ তকমা দেবে ওড়িশা সরকার

করোনা লড়াইয়ে মৃত চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের শহিদ তকমা দেবে ওড়িশা সরকার

Google Oneindia Bengali News

স্বাস্থ্যকর্মীরা। ওড়িশার নবীন পট্টনায়েকের সরকার এইসব সামনের সারির চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ এক উদ্যোগ গ্রহণ করল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের ডিউটি করার সময় যে সব চিকিৎসকবা স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হবে তাঁদের শহিদ তকমা দেওয়া হবে। ওড়িশা সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে যে সমস্ত চিকিৎসক/‌ স্বাস্থ্যকর্মীদের করোনার লড়াই লড়তে গিয়ে মৃত্যু হবে তাঁদের রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

শহিদ তকমা ও ৫০ লক্ষ টাকা চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের

শহিদ তকমা ও ৫০ লক্ষ টাকা চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের

এই সিদ্ধান্ত ঘোষণা করার পর নবীন পট্টনায়েক জানিয়েছেন যে মৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পট্টনায়েক সতর্ক করে জানান যে যারা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করছে তাদের বিরুদ্ধে এনএসএ-এর অন্তর্গত মামলা করা হবে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে। ওড়িশার মুখ্যমন্ত্রী এদিন ভিডিও মেসেজে বলেন, ‘কেন্দ্র সরকারের উদ্যোগে রাজ্য সরকার সমস্ত স্বাস্থ্যকর্মীরা (‌বেসরকারি ও সরকারি)‌‌ যাঁদের কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে মৃত্যু হবে তাঁদের পরিবারকে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে।' তিনি আরও জানিয়েছেন যে তাঁদের অতুলনীয় ত্যাগ স্বীকার করে ওইসব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পুরস্কৃত করা হবে। এই পুরস্কারগুলি জাতীয় দিনে দেওয়া হবে।

সরকারি কর্মীদের পুরো বেতন দেওয়া হবে

সরকারি কর্মীদের পুরো বেতন দেওয়া হবে

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে এ ধরনের সরকারি ব্যক্তির (‌স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে)‌ পরিবারকে অবসরের তারিখ পর্যন্ত পুরো বেতন দিয়ে রাখা হবে। মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়াভাবে জানিয়েছেন যে স্বাস্থ্যকর্মীদের হামলা করলে তাদের বিরুদ্ধে কড়া মনোভাব গ্রহণ করা হবে।

ওড়িশায় করোনা কেস ৭৯টি

ওড়িশায় করোনা কেস ৭৯টি

দেশের মধ্যে ওড়িশা একটি রাজ্য যেখানে করোনা ভাইরাসের কেস ১০০-এর নীচে ছিল। মঙ্গলবার আরও পাঁচজন নতুন করে এই রোগে আক্রান্ত হয়। এই নিয়ে মোট ৭৯টি কেস ওড়িশাতে এখনও পর্যন্ত। পশ্চিমবঙ্গের কাছে বালাসোর জেলা থেকেই নতুন কেসগুলি এসেছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ওড়িশা কেন্দ্র সরকারের লকডাউনের পাশাপাশি রাজ্যে করোনা সংক্রমণ কমানোর জন্য কিছু নিজস্ব নীতিও প্রয়োগ করেছিল।

English summary
Announcing the decision, Naveen Patnaik said Rs 50 lakh will be given to the kin of medical officials and members of support services dying during the fight against COVID-19. Patnaik also warned that people attacking health officials and workers will be booked under NSA and strict action will be taken.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X