For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন গাড়ি নয়, টাকা সাশ্রয় করুন, মন্ত্রীদের নির্দেশ নরেন্দ্র মোদীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ২৬ জুন: নতুন গাড়ি কেনা চলবে না। পুরনো গাড়ি দিয়েই আপাতত কাজ চালান। মন্ত্রীদের উদ্দেশে এমনই কড়া নির্দেশ জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ক্ষমতায় এক মাস পূর্ণ করার পর ফের একবার তিনি ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষকে। বলেছেন, সাধারণ মানুষের আশীর্বাদ না থাকলে এত বিপুল ভোট পেয়ে তিনি ক্ষমতায় আসতে পারতেন না। আর তাই মন্ত্রীদের পেছনে বেশি টাকা খরচ না করে তা দিয়ে জনকল্যাণ করতে চান নরেন্দ্র মোদী। সেই কারণে নতুন গাড়ি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন।

ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন মন্ত্রীদের জন্য অনেকগুলি নতুন গাড়ি কেনা হয়। টয়োটা ইনোভা, হোন্ডা অ্যাকার্ড ইত্যাদি দামি গাড়ি কেনা হয়েছিল। এনডিএ সরকারের মন্ত্রীরা কেউ কেউ বলেছিলেন, ওই পুরনো গাড়িগুলি তাঁরা ব্যবহার করার পক্ষপাতী নন। কয়েকজন মন্ত্রী এই মর্মে উল্লেখ করে নতুন গাড়ি কেনার অনুমতি চান। কিন্তু সেই অনুমতি সটান খারিজ করে দেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশের সাধারণ মানুষ যদি কষ্ট স্বীকার করে, আপনারাই বা করবেন না কেন? আপনারা তো জনগণের সেবক।

শুধু তাই নয়, একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও মন্ত্রকে যদি এক লক্ষ টাকা বেশি দামের কোনও জিনিস কেনা হয়, তা হলে আগে তাঁর মঞ্জুরি হাসিল করা জরুরি। নরেন্দ্র মোদী মনে করছেন, এই ব্যবস্থার ফলে অপচয় কমিয়ে কোষাগারের হাল ফেরানো সম্ভব হবে।

সরকারি অপচয় রোখার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও অর্থ মন্ত্রককে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুদ্রাস্ফীতি কমিয়ে কীভাবে আর্থিক বিকাশের গতি ত্বরান্বিত করা যায়, সেই ব্যাপারে দিশা দেখাতে আসন্ন বাজেটে একগুচ্ছ প্রস্তাব রাখা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Do not buy new cars, save money, Narendra Modi tells his ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X