For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এক্স ফ্যাক্টর’ যখন তরুণ ভোটার! ডিএমকে না এআইডিএমকে, পাল্লা ভারী কার ?

ডিএমকে না এআইডিএমকে, তামিলনাড়ুতে তরুণ ভোটারদের মন জয়ে পাল্লা ভারী কার ?

  • |
Google Oneindia Bengali News

বাংলা, অসম, কেরল, পদুচেরির পাশাপাশি ৬ এপ্রিল ভোট হয়ে গেল তামিলনাড়ুতেও। প্রতিরাজ্যেই গত কয়েক মাসে নির্বাচনী উত্তাপ ছিল চোখে পড়ার মতো। এদিক এদিন ভোটদানের হারও হার মানাচ্ছে অতীতের সব রেকর্ডকেই। তবে এর পিছনে শুধুমাত্র দলীয় ভাবমূর্তিই নয় বরং তরুণ পদপ্রার্থীদের সংখ্যাধিক্য মন কেড়েছে সকলের, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

তারুণ্যের কাঁধে ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছে তামিলনাড়ু

তারুণ্যের কাঁধে ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছে তামিলনাড়ু

অন্যদিকে কার্যত এই সমীকরণে হেঁটে তামিলনাড়ুতেও সাফল্য পেতে চলেছে শাসক-বিরোধী প্রতিটা দলই। একদিকে বাংলা, কেরলে যখন তারুণ্যে ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বামেরা। সেখানে তামিলানডডুতেও এআইডিএমকে-ডিএমকেও সেই রাস্তাতেই হেঁটেছে তামিলানাড়ুতেও। একাধিক তরুণ প্রার্থীকে মাটে নামিয়েছে বিভিন্ন দল। এদিকে এবারের ভোটে তামিলনাড়ুতে তরুণ ভোটারদের সংখ্যাও কার্যত চোখে পড়ার মতো।

 কী বলছে তামিল ভোটের সমীকরণ ?

কী বলছে তামিল ভোটের সমীকরণ ?

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের নির্বাচনে তামিলনাড়ুর ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বীতা করছে এআইডিএমকে-বিজেপি জোট। উল্টোদিকে বিরোধী মহাজোটে রয়েছে ডিএমকে-কংগ্রেস ছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি এবং থল তিরুমাওয়ালভানের বিদুথলাই চিরুঠাইগাল কাচির মতো পার্টিও। রয়েছে ইন্ডিয়ান মুসলিম লিগ এবং এমএমকে-কেও।

 উদয়নিধীর রাজনৈতিক দূরদর্শীতাও এগিয়ে রাখছে ডিএমকে-কে

উদয়নিধীর রাজনৈতিক দূরদর্শীতাও এগিয়ে রাখছে ডিএমকে-কে

এদিকে জনমত সমীক্ষা বলছে এবারের নির্বাচনে নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রসেরে পালেই নতুন করে হাওয়া লাগতে চলেছে। সম্ভবত বিজেপি-এআইএডিএমকে জোটের পতনও নিশ্চিত। এমনকী এর পিছনে বড় হাত রয়েছে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের। এমনকী তাঁর পুত্র উদয়নিধী স্ট্যালিনের রাজনৈতিক বোধ, দূরদর্শিতা ডিএমকে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মত ওয়াকিবহাল মহল।

২২ শাতংশ ভোটারই ৩০ বছরের নীচে

২২ শাতংশ ভোটারই ৩০ বছরের নীচে

এদিকে নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত তথ্য বলছে এবারের নির্বাচনে তামিল ভূমিতে ৬.২৬ কোটি ভোটারের মধ্যে ২২ শতাংশ ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। এমনকাই তাদের জনমতই যে এই নির্বাচনে কী ফ্যাক্টর হতে চলেছে তাও স্পষ্ট জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর সেকথা মাথায় রেখেই নবীন প্রজন্মের মন জয় করতে উঠে পড়ে লেগেছে শাসক-বিরোদী সবপক্ষই। দেওয়া হয়েছে রাশি রাশি প্রতিশ্রুতি। পিছিয়ে নেই বিজেপিও। তবে ভোটের ফল কী হবে তা জানতে অপেক্ষা করতে হবে এখনও বেশ কিছুদিন।

কলকাতা-উত্তর ২৪ পরগনায় করোনার বাড়বাড়ন্ত উদ্বেগজনক, সক্রিয় বাড়ছে সর্বত্রইকলকাতা-উত্তর ২৪ পরগনায় করোনার বাড়বাড়ন্ত উদ্বেগজনক, সক্রিয় বাড়ছে সর্বত্রই

English summary
dmk or aiadmk who is ahead to win the hearts of young voters in tamil nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X