For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলই আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, স্ট্যালিনের রাজনৈতিক সন্ন্যাসের চ্যালেঞ্জ বিজেপিকে

ডিএমকে প্রধান যিনি নির্বাচনের আগে রাহুল গান্ধীকে তাঁর নেতা ভাবতেন, তিনি নির্বাচনের পর বিজেপির সঙ্গে আলোচনায় বসছেন।

Google Oneindia Bengali News

ডিএমকে প্রধান যিনি নির্বাচনের আগে রাহুল গান্ধীকে তাঁর নেতা ভাবতেন, তিনি নির্বাচনের পর বিজেপির সঙ্গে আলোচনায় বসছেন। এমনই তোপ দেগেছিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সোনারারজন। মঙ্গলবার বিজেপির সেই কথার জবাব দিলেন স্ট্যালিন। তিনি বলেন, বিজেপি সঙ্গে বৈঠকের প্রমাণ দিলেন তিনি রাজনৈতিকভাবে সন্ন্যাস নেবেন।

রাহুলই আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী

সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করেন স্ট্যালিন। তারপর একদিকে রাহুল, অন্যদিকে মোদীর সঙ্গেও তিনি যোগাযোগ রেখে চলছেন বলে অভিযোগ। অভিযোগ, ডিএমকে রং বদলাচ্ছে, তারই পাল্টাস্বরূপ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন এম করুণানিধির উত্তরসূরি।

তামিলিসাইয়ের বক্তব্যের নিন্দা করে স্ট্যালিন বলেন, আমি আগেও যা মনে করতাম, এখবনও তা-ই করি। মনে করি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর প্রার্থী হওয়া উচিত। রাহুল গান্ধীর হয়েই আমি সওয়াল করছি। আর করেও যাব। তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার এআইএডিএমকে ও বিজেপির পরিকল্পিত চক্রান্ত।

স্ট্যালিন বলেন, আমরা আমাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ভোটের আগেই ঘোষণা করে দিয়েছিলাম। এখনও সেই ধারণাতেই আমরা রয়েছি। আমরা এই নির্বাচনে মোদির বিরুদ্ধে প্রচার চালাচ্ছি এবং আমরা নিশ্চিত যে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন না। ২৩ মের পর সব স্পষ্ট হয়ে যাবে।

English summary
DMK chief Stalin gives challenge to BJP of retirement from politics. He says Rahul Gandhi is our PM candidate, no talk with BJP. We are against BJP in this Lok Sabha Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X