For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ২১-এর আইন চলছে! কাঁথি আদালতে সরকারের সমালোচনায় দিলীপ

রাজ্যে একুশের আইন চলছে। এই সরকার যতদিন থাকবে, আরও এরকম ঘটনা ঘটবে। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাঁথি আদালতে হাজিরা দেন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে একুশের আইন চলছে। এই সরকার যতদিন থাকবে, আরও এরকম ঘটনা ঘটবে। এদিন বিজেপির রাজ্য
সভাপতি দিলীপ ঘোষ কাঁথি আদালতে হাজিরা দেন। ১৭ ডিসেম্বর কাঁথিতে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন
দিলীপ ঘোষ। অভিযোগ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিজেপির ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি
করিয়েছে।

রাজ্যে ২১-এর আইন চলছে! কাঁথি আদালতে সরকারের সমালোচনায় দিলীপ

১৭ ডিসেম্বর, ২০১৮-তে কাঁথি বাজারে বিজেপির সভায় হামলার অভিযোগ করেছিল বিজেপি। এই ঘটনায় সাংসদ দিব্যেন্দু অধিকারীসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। অভিযোগ পুলিশ বিজেপির বিরুদ্ধেই আমলার অভিযোগ দায়ের করে। দিলীপ ঘোষ-সহ ১৫ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছিল। সেই মামলায় মঙ্গলবার কাঁথি আদালতে হাজিরা দেন দিলীপ ঘোষ।

[আরও পড়ুন:বাংলায় বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছে তৃণমূল, মৌসমের দলত্যাগে নিশানা সোমেনের][আরও পড়ুন:বাংলায় বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছে তৃণমূল, মৌসমের দলত্যাগে নিশানা সোমেনের]

১৭ ডিসেম্বর তৃণমূল সমর্থকরা গাড়ি, মোটরবাইক ভাঙচুর করেছিল বলে অভিযোগ। এমন কী যে ঘরে সভা হচ্ছিল, সেই ঘর লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছিল বলেও অভিযোগ।

[আরও পড়ুন: হিন্দু মেয়েদের ছোঁয়া নিয়ে বিজেপি মন্ত্রীকে চ্যালেঞ্জ! গান্ধী পরিবারের আত্মীয় উস্কে দিলেন বিতর্ক ][আরও পড়ুন: হিন্দু মেয়েদের ছোঁয়া নিয়ে বিজেপি মন্ত্রীকে চ্যালেঞ্জ! গান্ধী পরিবারের আত্মীয় উস্কে দিলেন বিতর্ক ]

বিজেপির অভিযোগ, পুলিশ তৃণমূলের অভিযুক্তদের গ্রেফতারিতে তৎপরতা দেখায়নি, যতটা তৎপরতা দেখিয়েছে, বিজেপির বিরুদ্ধে মামলা নিয়ে।

[আরও পড়ুন: বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা, লোকসভায় বঙ্গে একা চলার ঘোষণা গৌরব গগৈয়ের][আরও পড়ুন: বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা, লোকসভায় বঙ্গে একা চলার ঘোষণা গৌরব গগৈয়ের]

English summary
After His "Hindu Girl" Remark, A Dare For Union Minister Anantkumar Hegde On Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X