For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার রাম মন্দিরের প্রথম সোনার ইটটি মোদীর হাতে তুলে দেবেন বাবরের বংশধর ইয়াকুব

অযোধ্যায় রামমন্দির নির্মাণ হলে প্রথম ইটটি দান করতে চান শেষ মুঘল সম্রাট বাহাদুর সাহ জাফরের বংশধর ইয়াকুব হাবিবুদ্দিন টুসি।

Google Oneindia Bengali News

অযোধ্যায় রামমন্দির নির্মাণ হলে প্রথম ইটটি দান করতে চান শেষ মুঘল সম্রাট বাহাদুর সাহ জাফরের বংশধর ইয়াকুব হাবিবুদ্দিন টুসি। পাশাপাশি শনিবার অযোধ্যা বিবাদ মামলার রায় ঘোষণার পর তিনি বলেন, "মন্দির নির্মাণের ক্ষেত্রে হিন্দুদের সাহায্য করতে এগিয়ে আসা উচিত মুসলিমদের। এর মাধ্যমে বিশ্বের সামনে ভারতের ভ্রাতৃত্ব ও ধর্ম নিরেপক্ষতার নিদর্শন রাখা হবে।" পাশাপাশি তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মন্দির নির্মাণের প্রথম সোনার ইটটি তুলে দিতে চান তিনি।

রাম মন্দিরের প্রথম ইটটি মোদীর হাতে তুলে দেবেন বাবরের বংশধর

বর্তমানে হায়দরাবাদে বসবাসকারী হাবিবুদ্দিন নিজেকে মুঘল নবাব বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্মের বলে দাবি করেন। পাশাপাশি এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর হাতে বাবরি মসজিদের জমি তুলে দেওয়া হলে তা তিনি রামমন্দিরের জন্য হস্তান্তর করবেন। এবং সেখানে রামমন্দির নির্মাণের জন্য সোনার ইট দান করবেন। গত বছর সেপ্টেম্বরেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন হাবিবুদ্দিন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি হাবিবুদ্দিন সুপ্রিম কোর্টে এক আবেদন করে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় তাঁকে অন্তর্ভুক্ত করার আবেদন করেছিলেন তিনি। এই বিষয়ে তিনি বলেছিন, "রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার কোনও পক্ষের কাছেই মালিকানার নথি নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি বাহাদুর শাহ জাফরের বংশধর হওয়ায় আমার মত প্রকাশের অধিকার রয়েছে।"

শনিবার এক ঐতিহাসিক রায় ঘোষণার মাধ্যমে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুদের দেওয়ার কথা জানিয়ে দেয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধআনিক বেঞ্চ। পাশাপাশি মুসলিমদের মসজিদ তৈরির জন্য কেন্দ্র সরকারকে অযোধ্যাতাতেই পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে হস্তান্তর করার কথা বলা হয়।

English summary
descendant of the last Mughal emperor Yakub Habeebuddin Tucy to hand over first gold brick for ram mandir to pm narendra modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X