For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ধর্মগুরু রাম রহিম সিং, তাণ্ডব পঞ্চকুলায়

ধর্ষণ মামলায় অভিযুক্ত গুরু রাম রহিম দোষী সাব্যস্ত। এই রায় শোনাল বিশেষ সিবিআই কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

ধর্ষণ মামলায় অভিযুক্ত গুরু রাম রহিম দোষী সাব্যস্ত। এই রায় শোনাল বিশেষ সিবিআই কোর্ট। সোমবার তাঁর শাস্তির শুনানি হবে বলে জানা যাচ্ছে। পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছেন সেনার জওয়ানরা। উল্লেখ্য, ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল এই রায়। ২০০২ সাল থেকে চলছে এই মামলা। সূত্রের খবর , অজ্ঞাত কোনও জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে রাম রহিমকে। এদিকে, রায় ঘোষণার পরই সংবাদমাধ্যমের ওপর চড়াও হয় 'ডেরা' ভক্তরা।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ধর্ম গুরু রাম রহিম


যেকোনও রকমের অশান্তি এড়াতে , তথা আইনশৃঙ্খলা বজায় রাখতে আকাশপথে নজরদারি চালায় প্রশাসন। ড্রোন, হেলিকপ্টার সহ চলে কোর্ট চত্বরের বাইরের নজরদারি।

['ধর্মগুরু' থেকে সিনেমার 'নায়ক' ,রাম রহিম পেছনে ফেলেছেন রনবীর-অক্ষয়কেও]

আজ সকাল থেকেই ধর্মীয় সংগঠন 'ডেরা সাচা সৌদা'-র প্রধান তথা ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলার শুনানি ঘিরে থমথমে ছিল হরিয়ানা ও পাঞ্জাব। পঞ্চচকুলার সিবিআই আদালতে এই মামলার শুনানি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দুই রাজ্যকে। রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার রায় ঘিরে , অশান্তির আশঙ্কায় ১৫, ০০০ এর ও বেশি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে।মামলার শুনানি ঘিরে রাজ্যজুড়ে তাণ্ডবের আশঙ্কায় বাতিল করা হয়েছে ৭৪ টি ট্রেন।

[এইভাবে খুন হন ধর্মগুরুর ধর্ষণকাণ্ডের পর্দাফাঁসকারী সাংবাদিক, রায়ের দিকে তাকিয়ে মৃতের পরিবার]

উল্লেখ্য, ২০০২ সালে 'ডেরা সাচা সৌদা'-র এক সাধিকা তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একিট গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণর অভিযোগ তুলে চিঠি লেখেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বাকি সাধিকারাও ধর্ষণের অভিযোগ তোলেন রাম রহিমের বিরুদ্ধে। সাধিকার দাবি ছিল পাঞ্জাবের রাজনীতিকরা তাঁকে রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলতে বারণ করে, তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। তাই বাধ্য় হয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা ওঠে হরিয়াণা ও পাঞ্জাব হাইকোর্টে।

English summary
dera sacha chief gurmeet ram rahim singh convicted for rape charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X