For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কে ঢুকে নোট নয় কয়েন ডাকাতি করে পালাল দুর্বৃত্তরা, আজব ঘটনার পিছনে আসল গল্পটা কী

দিল্লিতে ব্যাঙ্কে ঢুকে নতুন নোট চুরির সুযোগ পেয়েও ডাকাতরা বস্তা বোঝাই কয়েন নিয়ে পালিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের পর একটা গুজব বাজারে বেশ করে রটেছিল। তা হল, নতুন ৫০০ ও ২ হাজার টাকার নোটে মাইক্রো চিপ রয়েছে। ফলে কেউ তা চুরি ডাকাতি করলে নোটের অবস্থান খুঁজে বের করতে বিন্দুমাত্র সময় লাগবে না।

ব্যাঙ্কে ঢুকে নোট নয় কয়েন ডাকাতি করে পালাল দুর্বৃত্তরা

তবে এই গুজবকে যে সত্যি বলে ধরে নেবে ডাকাতরা তা বোধহয় কেউ আন্দাজ করতে পারেনি। ফলে দিল্লিতে ব্যাঙ্কে ঢুকে নতুন নোট চুরির সুযোগ পেয়েও ডাকাতরা বস্তা বোঝাই কয়েন নিয়ে পালিয়েছে। যাতে কেউ তাদের নাগাল না পেতে পারে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে ঠিকা কাজ করে। উত্তর দিল্লির মুখার্জী নগর এলাকায় ব্যাঙ্কটি অবস্থিত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, ৫ ও ১০ টাকার কয়েন ব্যাগে ভরে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা ৪৬টি পলিথিন ব্যাগে লুঠ করে চম্পট দিয়েছিল ডাকাতরা। ধরার পরার পরে জানিয়েছে, নোটে মাইক্রো চিপ রয়েছে বলে ভেবেছিল তারা। তাছাড়া কয়েন ব্যবহারে সুবিধাও হবে বলে তাই ব্যাঙ্ক থেকে নিয়ে তারা চম্পট দিয়েছে।

ব্যাঙ্কের জানালা কেটে ভিতরে ঢোকে চোরেরা। সকালে এক ব্যাঙ্ক কর্মী অফিসে এসে ঘটনা বুঝতে পারেন। পরে দেখা যায় সমস্ত নোট সুরক্ষিত রয়েছে। তবে অনেক কয়েন খোয়া গিয়েছে। পরে পুলিশে অভিযোগ জানানো হলে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দেখে দুর্বৃত্তদের গ্রেফতার করে।

English summary
Delhi thieves stole only coins from Syndicate Bank branch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X