For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার দায় এড়ানোর পালা, দিল্লির ধোঁয়াশায় দায়ী পূর্বতন কংগ্রেস সরকার, দাবি মোদী দলের মন্ত্রীর

নরেন্দ্র মোদী সরকারের জন্য দিল্লির দূষণ বাড়েনি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়কর পূর্বতন সরকারকে দিল্লির দূষণের জন্য দায়ী করেছেন। এদিকে এদিনও দিল্লির পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

  • |
Google Oneindia Bengali News

ধোঁয়াশা ঘেরা দিল্লির কোনও পরিবর্তন হল না। সকালের দিকে দূষণের মাত্রা ছিল প্রায় একই। রবিবার কালে শহরের তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে যাওয়ায় বাতাসের পরিস্থিতি আরও খারাপ হয়। এদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল জল দিয়ে বিষ-বাতাস কমানোর নিদান দিয়েছে।

এবার দায় এড়ানোর পালা, দিল্লির ধোঁয়াশায় দায়ী পূর্বতন কংগ্রেস সরকার, দাবি মোদী দলের মন্ত্রীর

[আরও পড়ুন:দিল্লির ভয়াবহ দূষণের জন্য দায়ী পাকিস্তান, এমনটাই বলছেন গবেষকরা][আরও পড়ুন:দিল্লির ভয়াবহ দূষণের জন্য দায়ী পাকিস্তান, এমনটাই বলছেন গবেষকরা]

আবহ দফতর দিল্লির জন্য আংশিক মেঘলা আকাসের পূর্বাভাস দিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে। আর্দ্রতা ৯৮ শতাংশ। পুরো দিল্লি জুড়েই ধোঁয়াশার কারণেই আর্দ্রতার মাত্রা এত বেশি বলে জানিয়েছে আবহ দফতর।

দিল্লিতে দূষণের জন্য এবার রাজনৈতিক ভাবে দোষারোপের পালা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়কর পূর্বতন সরকারকে দিল্লির দূষণের জন্য দায়ী করেছেন। জাভড়েকর এর আগে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে আহমেদাবাদে সাংবাদিকদের জাভড়েকর জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের জন্য দিল্লির দূষণ বাড়েনি। গত ১০ বছরে সরকার ঠিকঠাক ব্যবস্থা না নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

[আরও পড়ুন:দূষণে মুখ ঢেকেছে দিল্লি, জরুরি অবস্থা বলল দিল্লি হাইকোর্ট, বাতিল ট্রেন-বিমান][আরও পড়ুন:দূষণে মুখ ঢেকেছে দিল্লি, জরুরি অবস্থা বলল দিল্লি হাইকোর্ট, বাতিল ট্রেন-বিমান]

এদিকে, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল দিল্লি জুড়ে নির্মাণ কাজ, নির্মাণ দ্রব্য পরিবহণ এবং আশপাশের এলাকায় পড়ে থাকা শস্যের অবশিষ্টাংশে লাগানো আগুনকেই দূষণের জন্য দায়ী করেছে। একই সঙ্গে তাদের উপদেশ, জল সিঞ্চনের মাধ্যমে দূষণে কিছুটা লাগাম দেওয়া যেতে পারে।

English summary
Delhi smog continues to cloak city, Javadekar says it is not because of Modi govt. NGT suggests water sprinkling to reduce effects of toxic air.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X