For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরগাঁওয়ে ধর্ষিতা রাজ্যের যুবতী, দিল্লিতে ২টি শিশুকে ধর্ষণ, ফের আতঙ্কে সাধারণ মানুষ

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : নবরাত্রি উৎসবে মেতে উঠেছে দিল্লি সহ গোটা ভারত। আর তার মাঝেই দুষ্কৃতীরাজে কোনওরকম বিরাম নেই। ফের একবার ধর্ষণের ঘটনা ঘটল দিল্লিতে। একটি আড়াই বছরের ও একটি পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায়। [নাবালিকাকে গণধর্ষণ, ছুঁড়ে ফেলা হল গাড়ি থেকে]

এছাড়াও পশ্চিমবঙ্গের বাসিন্দা তবে কর্মসূত্রে দিল্লিতে বসবাস করা এক তরুণীকে গুরগাঁওয়ে নিয়ে গিয়ে একটি হোটেলে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। [চার জন পুরুষের দ্বারা ধর্ষণ? কোনওভাবেই সম্ভব নয়! মুলায়মের মন্তব্য]

গুরগাঁওয়ে ধর্ষিতা রাজ্যের যুবতী, দিল্লিতে ২টি শিশুকে ধর্ষণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তাঁর বান্ধবীকে নিয়ে জন্মদিন উদযাপন করতে গুরগাঁও যান। সেখানে তাদের নিয়ে যায় এক পুরুষ বন্ধু। সেখানে আরও পাঁচ অভিযুক্ত উপস্থিত ছিল। [গণধর্ষণের দায়ে গ্রেফতার এবিসিডি ২-র নাচিয়ে]

নিগৃহীতা তরুণী জানান, প্রথমে কেক কাটা হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপরে মদের আসর বসে। সেখানে মদ খেয়েই মাথা ঘুরে যায় অভিযুক্তদের। এরপরই একটি ঘরে তাকে আটকে মারধরের পাশাপাশি গণধর্ষণ করা হয়। [সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!]

পুলিশ সূত্রে খবর, নিগৃহীতার বান্ধবী কোনওমতে পালিয়ে এসে পুলিশে খবর দিলে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়। সকলেই নেপালের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। [বাবা, দাদা, কাকার হাতে ২ বছর ধরে ধর্ষিতা নাবালিকা]

দিল্লিতে দুটি শিশুর মধ্যে আড়াই বছরের শিশুটিকে রামলীলা অনুষ্ঠান চলাকালীন অপহরণ করা হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লিতে। অন্যদিকে পাঁচ বছর বয়সী শিশুটিকে গণধর্ষণের ঘটনা ঘটেছে পূর্ব দিল্লির আনন্দ বিহারে। [গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা ফেসবুকে পোস্ট করছে জেলে বসেই?]

পরপর এমন ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। দুটি শিশুর অবস্থায় আশঙ্কাজনক বলে জানান তিনি। [৩৬ জন নাবালিকাকে যৌন হেনস্থা করে অবশেষে গ্রেফতার]

English summary
Delhi shocked by gang rape of 2 minors, another woman raped in Gurgaon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X