For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ জুন : একবার ভাবুন তো আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে আপনার ধর্ষণ করাচ্ছেন আপনার বাবা-মাই! শুনে শিউরে উঠলেন? এটাই বাস্তব। দেশের বহু সমকামীকেই এই রূঢ় বাস্তবের সম্মুখীন হতে হয়। আর এই ধর্ষণকে বলা হয় 'সংশোধনমূলক ধর্ষণ'।

এজিবিটি বিপর্যয় মধ্যস্থতাকারী দলের পরিসংখ্যান বলছে তেলেঙ্গানায় ১৫টি 'সংশোধনমূলক ধর্ষণ'-এর খবর মিলেছে শেষ ৫ বছরে। মধ্যস্থতাকারী দলের সদস্যদের কথায়, ১৫টির মাত্র খবর পাওয়া গিয়েছে, এমন আরও অনেক ঘটনা রয়েছে যা সামনে আসেনি।

সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!

সদস্যদের কথায় শুধু যে ধর্ষণের অভিযোগ জানানোর জন্য পীড়তরা এগিয়ে এসেছেন তা নয়। অনেকে আবার বাড়ি থেকে পালানোর সাহায্য চেয়ে দ্বারস্থ হয়েছে আমাদের। কেন বাড়ি থেকে পালাতে চায় তারা সে বিষয়ে জিজ্ঞাসা করতে গিয়ে বেরিয়ে পরে এই নির্মম সত্যটা।

আর এই ধরণের 'সংশোধনমূলক ধর্ষণ'-র অধিকাংশ ক্ষেত্রেই অপরাধী পরিবারের সদস্যরা। পীড়িতদের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারী দলের সদস্যরা জানতে পেরেছেন মূলত, দাদ, ভাই, খুরতুতো ভাইই ধর্ষকে পরিণত হয়। যা তাঁদের মানসিকভাবে ভেঙে দেয়।

'সংশোধনমূলক ধর্ষণ' আসলে কী?

সমকামী, উভকামী, রূপান্তকামীদের ক্ষেত্রে যৌন অভিযোজনকে সামাজের নীতি অনুযায়ী 'সঠিক পথে ফিরিয়ে আনা'-র জন্য ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা। সংশোধনমূলক ধর্ষণ যাকে ইংরেজিতে বলে কারেকটিভ রেপ শব্দটি আসলে বহুলভাবে ব্যবহৃত হয় দক্ষিণ আফ্রিকায়। যেখানে এই ধরণের ঘটনা আখছাড়ই ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণকারীরা হয় পরিবারেরই কেউ।

English summary
Parents use 'corrective rape' to 'straight'en gays
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X