For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনন্দা পুস্কর মামলার শুনানি শুরু হচ্ছে, চাপ কি বাড়বে শশী থারুরের

সুনন্দা পুস্কর অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানি শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে।

  • |
Google Oneindia Bengali News

সুনন্দা পুস্কর অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানি শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে। এই মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাঁর স্বামী কংগ্রেস নেতা শশী থারুরের।

সুনন্দা পুস্কর মামলার শুনানি শুরু হচ্ছে, চাপ কি বাড়বে শশী থারুরের

দিল্লির সেশন কোর্টের কাছে এই মামলা পাঠিয়েছে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এর পাশাপাশি আদালত দিল্লি পুলিশকে নজরদারি র্পোর্ট জমা করতে বলেছে। যার শুনানি ২১ ফেব্রুয়ারি হতে চলেছে।

এই মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর। বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করছিল। থারুরের বিরুদ্ধে খুনের অভিযোগ উড়িয়ে দিলেও নিরন্তর মানসিক অত্যাচার করায় সুনন্দা আত্মহনন করেছেন বলে রিপোর্টে জানায়।

এর আগে দিল্লি হাইকোর্টে এক আইনজীবী সুন্দা পুস্কর মামলায় শশী থারুরের জামিন খারিজ করার আবেদন জানিয়ে মামলা হয়। তা খারিজ হয়ে গিয়েছে। আইনজীবী দীপক আনন্দ এই আবেদন করেন।

কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে অত্যাচার সংক্রান্ত ৪৯৮এ ধারা ও আত্মহত্যায় প্ররোচনার জন্য ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোনও ধারাতেই তাঁকে গ্রেফতার করেনি পুলিশ।

২০১৪ সালের ১৭ জানুয়ারি সুনন্দা পুস্কর দিল্লির একটি বিলাসবহুল হোটেলে মারা যান। শশী থারুরের বাংলোতে কাজ চলায় বেশ কিছুদিন ধরে দুজনে এই হোটেলে ছিলেন। পরে সেখানেই তাঁকে মৃত উদ্ধার হয়।

English summary
Delhi sessions court to hear Sunanda Pushkar death case from February 21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X