For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা

দিল্লির হাই প্রোফাইল এলাকা লুটইয়েন জোনে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকা হাই প্রোফাইল রাজনীতিক, সরকারি আমলাদের যাতায়াত রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির হাই প্রোফাইল এলাকা লুটইয়েন জোনে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকা হাই প্রোফাইল রাজনীতিক, সরকারি আমলাদের যাতায়াত রয়েছে। ইন্টেলিজেন্সের কাছে বিভিন্ন নিরাপত্তা বিভাগ থেকে খবর এসেছে। এই ভিভিআইপি এলাকায় আকাশপথে হামলা হতে পারে।

দিল্লিতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা

এই খবর পাওয়ার পরই রাজধানীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকায় প্রশাসনের নানা ভবন রয়েছে। ভিভিআইপিদের বাড়ি রয়েছে। যার ফলে এই এলাকা ঘিরে তথ্য আসায় হইচই পড়ে গিয়েছে।

জঙ্গিরা প্যারাগ্লাইড, প্যারাসেইল, প্যারা মোটর বা মানবহীন গাড়ি এলাকায় ঢুকিয়ে দিতে পারে। বিমান দিয়ে হামলা চালাতে পারে। এমনকী হট এয়ার বেলুন দিয়েও হামলা হতে পারে।

[আরও পড়ুন:শেয়ার বাজারে মহাপতন! ৫০৯ পয়েন্ট নামল সেনসেক্স, ধাক্কা খেল নিফটিও][আরও পড়ুন:শেয়ার বাজারে মহাপতন! ৫০৯ পয়েন্ট নামল সেনসেক্স, ধাক্কা খেল নিফটিও]

জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৮৯জন ভিআইপি এলাকায় বেশি করে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয়। কেমিক্যাল অ্যাটাক অথবা আকাশপথে হামলার কথা বলা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবনেও নিরাপত্তা বাড়াতে বলা হয়।

[আরও পড়ুন: পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর গ্রেফতার লকেট চট্টোপাধ্যায়, ভিডিওতে দেখুন][আরও পড়ুন: পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর গ্রেফতার লকেট চট্টোপাধ্যায়, ভিডিওতে দেখুন]

নিরাপত্তা সূত্রে খবর, লস্কর ই তৈবা জঙ্গিরা অন্যদের সঙ্গে মিলে ফের নাশকতার ছক কষছে। ভিআইপিদের টার্গেট করা হয়েছে। এক্ষেত্রে সাইবার কাফে থেকে দিল্লি পুলিশকে বিভ্রান্ত করার প্রচেষ্টাও চলছে। সবমিলিয়ে দুদিক দিয়েই দুর্গ রক্ষা করতে নেমে পড়েছে পুলিশ ও ইন্টেলিজেন্স।

English summary
The Lutyens' zone in New Delhi is on high alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X