For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হল না মমতাকে, তুঙ্গে রাজনৈতিক চাঞ্চল্য

মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানী দিল্লি পৌঁছতেই তৃতীয় ফ্রন্টের জোট আলোচনা আরও জোরদার হয়ে ওঠে। এদিন নয়াদিল্লিতে তৃতীয়ফ্রন্টের সম্ভাব্য জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অন্ধ্রভবনে সাক্ষাৎকরেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানী দিল্লি পৌঁছতেই তৃতীয় ফ্রন্টের জোট আলোচনা আরও জোরদার হয়ে ওঠে। এদিন নয়াদিল্লিতে তৃতীয়ফ্রন্টের সম্ভাব্য জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অন্ধ্রভবনে সাক্ষাৎ করেন তিনি। এরপরই তাঁর সাক্ষাৎ করার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা আরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। কিন্তু মমতাকে এই সাক্ষাৎকারের অনুমতি দেননি দিল্লির লেফনেন্ট গভর্নর অনিল বাইজাল।

কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হল না মমতাকে, তুঙ্গে রাজনৈতিক চাঞ্চল্য

এদিকে, লেফ্টনেন্ট গর্ভনরের অফিসে টানা ছয় দিন ধরে ধর্নায় বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সেখানেই কেজরিওয়ালের সঙ্গে দেখা করার কথা ছিল মমতার। কিন্তু প্রতিবাদ আন্দোলনের মধ্যে মমতা-কেজরিওয়াল সাক্ষাৎকারের অনুমতি দেননি দিল্লির লেফ্টনেন্ট গভর্নর। ঘটনার প্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন কেজরিওয়াল। টুইট বার্তায় তিনি জানান, এই অনুমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেওয়ার নেপথ্যে রয়েছে মোদী সরকার।

এখানেই শেষ নয় মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎকারের অনুমতি না দেওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন নরেন্দ্র মোদীকে তোপ দেগে। নিজের টুইট বার্তায় এদিন সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন কেজরিওয়াল।

উল্লেখ্য, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এছাডা়ও এদিন অন্ধ্রভবনে তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুমারস্বামী , চন্দ্রবাবু নাইডু ও বামফ্রন্টের নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট জোট গঠনের ক্ষেত্রে এই বৈঠক রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

English summary
Delhi L-G denies Mamata Banerjee permission to meet Arvind Kejriwal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X