For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার করোনা ভাইরাস টেস্ট কিট তৈরি করল দিল্লি আইআইটি, আমেরিকায় এবার ঘরের দরজায় পৌঁছবে কিট

এবার করোনা ভাইরাস টেস্ট কিট তৈরি করল দিল্লি আইআইটি। যা আইসিএমআর-এর অনুমোদনও পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবার করোনা ভাইরাস টেস্ট কিট তৈরি করল দিল্লি আইআইটি। যা আইসিএমআর-এর অনুমোদনও পেয়েছে। দিল্লি আইআইটির অধ্যাপর ভি পেরুমল জানিয়েছেন, জানুয়ারি শেষ দিক থেকে তারা এনিয়ে গবেষণা শুরু করেন। তিনমাসের মধ্যেই তা তৈরি করে ফেলেছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁরা শুরু থেকেই চেষ্টা করেছিলেন কীভাবে কম খরচে কিট তৈরি করা যায় এবং বেশি সংখ্যায় ব্যবহার করা যায়। ওই অধ্যাপক আরও জানিয়েছেন, এটি হল সোয়াব টেস্ট কিট।

দিল্লি আইআইটির টেস্ট কিট

দিল্লি আইআইটির টেস্ট কিট

দিল্লি আইআইটির কুসুমা স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষকরা করোনা ভাইরাসের টেস্ট কিট তৈরি করেছেন। বৃহস্পতিবার যা অনুমোদন দিয়েছে আইসিএমআর। সেনসিটিভিটি এবং স্পেশিফিসিটির দিক থেকে এই কিট ১০০ শতাংশ উপযোগী বলে জানিয়েছে আইসিএমআর।

সব থেকে সস্তা

সব থেকে সস্তা

অধ্যাপক ভি পেরুমল দাবি করেছেন দেশে করোনা পরীক্ষার যেসব জিনিস রয়েছে, সবগুলির থেকে এটি সস্তা। বাণিজ্যাক উৎপাদনের ক্ষেত্রে এই কিট সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা রিয়েল টাইম পিসিআর কিটের বিকল্প হিসেবে দেশেই তৈরি শুরু হবে। এব্যাপারে শিল্পের উপযুক্ত অংশীদার খোঁজা হচ্ছে।

এবার ঘরেই পৌঁছে যাবে টেস্ট কিট

এবার ঘরেই পৌঁছে যাবে টেস্ট কিট

একদিকে যেমন ভ্যাকসিন আবিষ্কারের কাজ চলছে বিশ্ব জুড়ে, তেমনই ভিন্ন ধরনের টেস্ট কিট তৈরির কাজও চলেছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ঘরে পরীক্ষার টেস্ট কিটের অনুমোদন দিয়েছে।
জানা গিয়েছে, চিকিৎসকের তত্ত্বাবধানে টেস্ট কিট মেল করে পাঠানো যাবে। অন্য দিকে রোগী নিয়েই সোয়াব পরীক্ষার পর তা মেল করে চিকিৎসকের কাছে পাঠিয়ে দিতে পারবেন।

English summary
Delhi IIT develops COVID-19 test kit, has got approval of ICMR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X