For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীতে দ্বিতীয়বার জারি হবে লকডাউন? কি জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন

Google Oneindia Bengali News

দিল্লিতে দ্বিতীয়বার লকডাউন করাটা কোনও সমাধান নয়৷ পরপর দু দিন রাজধানীতে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের উপরে হলেও, এমনটাই মনে করেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ তাঁর মতে, মানুষকে কোভিডের সঙ্গেই বাঁচা শিখতে হবে৷

রাজধানীতে দ্বিতীয়বার জারি হবে লকডাউন? কি জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন

তিনি বলেছেন, মেডিক্যাল বিশেষজ্ঞদের পরামর্শ যে, এ বছরে ফের ছড়াবে করোনাভাইরাস৷ তাই এর সঙ্গে বাঁচা শিখতে হবে সবাইকে৷ গত বছর মে মাসে এই একই কথা শোনা গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে৷

সত্যেন্দ্র জৈন বলেছেন, 'লকডাউনের কোনও সম্ভাবনা নেই৷ আগে এর পেছনে যুক্তি ছিল৷ কীভাবে ভাইরাস ছড়ায়, তা কেউ জানত না৷ আমাদের বলা হল, ২১ দিন সব কাজ বন্ধ করে রাখলে করোনা ছড়ানোও বন্ধ হয়ে যাবে৷ এরপর লকডাউন চলতেই থাকল। কিন্তু তা সত্ত্বেও ভাইরাস গেল না৷ আমি মনে করি লকডাউন কোনও সমাধান নয়৷'

মানুষকে যতটা দ্রুত সম্ভব টিকা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, 'এটা এমন একটা অসুখ যার পুনরাবৃত্তি ঘটে৷ প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন, এটা অবিলম্বে শেষ হয়ে যাবে এমনটা বিশ্বাস করবেন না৷ আমাদের এর সঙ্গে বাঁচা শিখতে হবে৷'

তিনি আরও বলেছেন, 'মানুষ দু-তিন মাস মাস্ক পরেই তা পরা বন্ধ করে দিল৷ এটা ঠিক নয়৷ এই ভাইরাসের আচরণ আমরা বুঝতে পারি না৷ আমরা মানুষের কাছে আবেদন করছি৷ যত বেশি মানুষ মুখে মাস্ক পরবেন, ততই এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সহজ হবে৷'

English summary
Delhi Health Minister Satyendra Jain said, lockdown in Delhi not the solution to counter Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X