For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির সঙ্গে সৎ মায়ের মতো ব্যবহার বিজেপির, বাজেট প্রসঙ্গে কটাক্ষ কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

শনিবার পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। আর এরপর বিজেপির বিরুদ্ধে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল। তাদের মধ্যেই অন্যতম অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে এই বাজেটে দিল্লির জন্যএ বিশেষ বরাদ্দ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল।

বাজেট পেশের পর কেজরিওয়ালের টুইট

আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার পর টুইট করে অরবিন্দ কেজরিওয়াল টুইট করে লেখেন, 'এই বাজেট থেকে দিল্লির অনেক আশা ও আখাঙ্খা ছিল। তবে দিল্লিবাসীদের সঙ্গে ফের একবার সৎ মায়ের মতো ব্যবহার করল বিজেপি। বিজেপির পছন্দের তালিকায় নেই দিল্লি। তাহলে বিজেপিকে কেন দিল্লিবাসী ভোট দেবে? নির্বাচনের আগে যেভাবে বিজেপি দিল্লিবাসীদের আশাহত করল তা থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচনের প্রচারে করা প্রতিশ্রুতি কতটা পূরণ করবে বিজেপি!'

বাজেটের আগে কেজরিওয়ালের প্রত্যাশা

এর আগে আজ সকালে বাজেট পেশের আগেও একটি টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান। তখন কেজরিওয়াল লিখেছিলেন, 'দিল্লির মানুষ আশা করে যে কেন্দ্রীয় বাজেটে তাদের স্বার্থ রক্ষা করবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লির আরও বেশি বরাদ্দ পাওয়া উচিত। বাজেট আমাদের জানায় যে ভারতীয় জনতা পার্টি দিল্লির জন্য কতটা যত্নশীল।'

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি নির্বাচন

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি নির্বাচন

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন। তার পর ১১ তারিখ হবে ফল প্রকাশ। এদিকে লোকসভার পর একের পর এক বিধানসভা নির্বাচন হেরে দিল্লির লড়াই রীতিমতো প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে বিজেপির জন্যে। এদিকে বিজেপি ছাড়াও ক্ষমতা দখলের লড়াইয়ে রয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি ও কংগ্রেস। তবে খাতায় কলমে ত্রিমুখী লড়াই হলেও আদতে সেটি বিজেপি বনাম আম আদমি পার্টি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপির প্রতিশ্রুতি

বিজেপির প্রতিশ্রুতি

এদিকে শুক্রবারই দিল্লির ভোটদাতাদের মন জয় করতে 'দিল্লি সংকল্প পত্র' প্রকাশ করে বিজেপি। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির তাবড় নেতারা। ছিলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিরা। আর এঅ ইস্তেহার প্রকাশ করেই বিজেপি জানিয়ে দেয় দূষণমুক্ত দিল্লি থেকে দুর্নীতি মুক্ত সরকার দিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।

দিল্লিতে কেন্দ্রীয় প্রকল্প চালুর আশ্বাস

দিল্লিতে কেন্দ্রীয় প্রকল্প চালুর আশ্বাস

দিল্লি নির্বাচন ঘিরে বিজেপির ইস্তেহার প্রকাশ পেতেই তাতে একাধিক প্রতিশ্রুতি উঠে আসে পদ্ম শিবির থেকে। বলা হয়েছে, বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলেই শুরু হবে ২ টাকা কেজি দরে আটা দেওয়া শুরু হবে। পাশাপাশি আম আদমি পার্টি যেসমস্ত কেন্দ্রীয় প্রকল্প স্থগিত রেখেছে , সেই সমস্ত প্রকল্পকে চালু করার অঙ্গীকার নিয়েছে বিজেপি। মানুষের প্রয়োজনীয়তা বুঝে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও কিষান সম্মানের মতো কেন্দ্রীয় স্কিমগুলিকে চালু করার কথা ভেবেছে বিজেপি।

English summary
delhi dissapointed with union budget claims aap leader arvind kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X