For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থানাতেই স্বঘোষিত গুরুমার 'আশীর্বাদ'! তারপর যা হল

পশ্চিম দিল্লির জনকপুরির এক পুলিশকর্মী ইন্দ্রপল স্বঘোষিত গুরুমার আশীর্বাদ নিচ্ছিলেন। ইন্দ্রপল যে সে পুলিশ কর্মী নন। এক্কেবারে ওই থানার দায়িত্বপ্রাপ্ত।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম দিল্লির জনকপুরির এক পুলিশকর্মী ইন্দ্রপল স্বঘোষিত গুরুমার আশীর্বাদ নিচ্ছিলেন। ইন্দ্রপল যে সে পুলিশ কর্মী নন। এক্কেবারে ওই থানার দায়িত্বপ্রাপ্ত। তাঁর এই আশীর্বাদ নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চাপে পড়ে উচ্চপদস্থ অফিসাররা ইন্দ্রপলকে গুরুত্বহীন পদে বদলি করে দেন।

 থানাতেই স্বঘোষিত গুরুমার আশীর্বাদ! তারপর যা হল

একটি মাত্র ছবি। তাতে দেখা যাচ্ছে সরকারি পোশাকে নিজের চেয়ার বসে রয়েছেন এক পুলিশকর্মী। তাঁর চোখ বন্ধ। পিছনে দাঁড়িয়ে রয়েছেন গেরুয়া বসনে থাকা স্বঘোষিত গুরুমা নমিতা আচার্য। ছবিটি পদস্থ পুলিশকর্মীর অফিসের বলেই অনুমান।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত অফিসারের বয়ান অনুযায়ী, তিনি চাপের মধ্যে ছিলেন। সেই চাপ মুক্ত হতেই এই আশীর্বাদের ব্যবস্থা।

গতবছরে এরকমই এক ঘটনা প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় স্বঘোষিত গুরুমা 'রাধে মা' পুলিশ অফিসারের চেয়ারে বসে রয়েছেন। সেই ঘটনাতেও অভিযুক্ত অফিসারকে বদলি করে দেওয়া হয়েছিল।

English summary
Delhi Cop Shifted After Photo Of 'Healing' Session With Godwoman Emerges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X