For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির প্রার্থী হর্ষ বর্ধন

Google Oneindia Bengali News

Harsh Vardhan all set to be BJP's Delhi CM candidate
নয়া দিল্লি, ২৩ অক্টোবর : দিল্লিতে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নাম ঘোষণা করল বিজেপি। বুধবার সকাল ১১ টা নাগাদ নয়া দিল্লির অশোক রোডে দলের মুখ্য কার্যালয়ে এক বৈঠকে দলের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তে চার বারের বিধায়ক হর্ষ বর্ধনের নাম উঠে আসে।

৪ ডিসেম্বর নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা না করে ইতিমধ্যেই মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছে। তাই বুধবার আর দেরি না করে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
বিজেপির মূল শরিক রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ, এমনকী নীতিন গডকড়ি, অরুণ জেটলির মতো নেতাদের সমর্থনও রয়েছে বর্ধনের সঙ্গে।

দলীয় সূত্রের খবর, দলের বরিষ্ঠ নেতারা প্রথমে মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর জন্য দিল্লির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত নেতাদের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু পরে আলোচনার কেন্দ্রে চলে আসে বর্ধনেরই নাম।
বিজেপি ক্ষমতায় থাকাকালীন ইএনটি বিশেষজ্ঞ হিসাবে খ্যাত ছিলেন বর্ধন। দলের মতে নির্বাচনে দলের নেতৃস্থানীয় বিশ্বাসযোগ্য নাম না নিলে বিজেপির হারের সম্ভাবনা প্রবল। দিল্লির বিজেপি প্রধান বিজয় গোয়েল সেক্ষেত্রে উপযুক্ত নয়।

দলের এক নেতার কথায়, গোয়েল বর্তমানে যে পদে রয়েছে সে পদে অবিরত থাকলেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। দলের প্রার্থী হিসাবে ২০১৪ লোকাসভা নির্বাচনে দাঁড়াতে পারবেন তিনি। এবিষয়ে গোয়েল নিজেও সহমত পোষণ করেছেন বলে জানিয়েছেন ওই নেতা।

বিজেপির শীর্ষ নেতৃত্বের কথায়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের পদ সম্ভবত ছেড়ে দেবেন বিজয় গোয়েল। এবং হর্ষ বর্ধনকেই সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষপদ দেওয়া হবে।

English summary
Harsh Vardhan all set to be BJP's Delhi CM candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X