গলায় ব্যাথা, হালকা জ্বর, অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী, করোনা পরীক্ষার প্রস্তুতি শুরু
গলায় ব্যাথা, হালকা জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা উপসর্গ থাকায় কোভিড-১৯ পরীক্ষা করানোর হবে তাঁর। এই নিয়ে উদ্বেগ বেড়েছে। কারণ কেজরিওয়াল আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়াও একাধিক রোগ আছে। তার ওষুধ খান।

গতকালই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। সেখানে দিল্লির করোনা আপডেট এবং শপিং মল ও রেস্তরাঁ খোলার গাইডলাইন নিয়ে কথা বলেন। তারপরে রাত থেকেই শরীর খারাপ হতে শুরু করে মুখ্যমন্ত্রীর। উপসর্গ দেখে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পিআইপির প্রধান। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। করোনা পজিটিভ রিপোর্ট আসার আগে কেন্দ্রীয়মন্ত্রীদের সঙ্গে সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। সোমবার সকালে নির্বাচন কমিশনের ইভিএম বিভাগের এক আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন।