For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা মন্ত্রকের রাফালে নিয়ে 'অসম্মতি নোট' বিতর্কে মুখ খুললেন প্রাক্তন সচিব

রাফালে বিতর্ক ক্রমেই জমে উঠেছে। দ্য হিন্দু পত্রিকা জানুয়ারি মাসে একটি রিপোর্টে দাবি করে, এই চুক্তিতে সম্মতি ছিল না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের।

  • |
Google Oneindia Bengali News

রাফালে বিতর্ক ক্রমেই জমে উঠেছে। দ্য হিন্দু পত্রিকা জানুয়ারি মাসে একটি রিপোর্টে দাবি করে, এই চুক্তিতে সম্মতি ছিল না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের। নোট দিয়ে সেই অসম্মতির কথা তাঁরা জানিয়েওছিল। ২০১৫ সালের ২৪ নভেম্বর সেই নোট পাঠানো হয়। তৎকালীন উপ-সচিব এসকে শর্মা তা পাঠান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। তবে এদিন প্রাক্তন প্রতিরক্ষা সচিব জি মোহন জানিয়েছেন, ওই নোটে রাফালে চুক্তিতে ঠিক হওয়া দাম নিয়ে অসম্মতি জানানো হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রকের রাফালে নিয়ে অসম্মতি নোট বিতর্কে কী বললেন প্রাক্তন সচিব

প্রতিরক্ষা মন্ত্রকের অসম্মতি নোট সার্বভৌম গ্যারান্টি ও বিভিন্ন শর্ত নিয়ে ছিল। এর সঙ্গে রাফালের দামের কোনও সম্পর্ক নেই।

২০১৫ সালে মোদী সরকার সকলকে অবাক করে দিয়ে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে। ১২৬টির বদলে ৩৬টি ফাইটার জেট কিনতে চুক্তি হয়।

[আরও পডুন:দরিদ্র সাধারণ শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণকে আটকাচ্ছে না সুপ্রিম কোর্ট ][আরও পডুন:দরিদ্র সাধারণ শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণকে আটকাচ্ছে না সুপ্রিম কোর্ট ]

হিন্দুর রিপোর্টে বলা হয়, ড্যাসল্ট অ্যাভিয়েশন ডিজাইন ও ডেভেলপমেন্টের জন্য ১.৪ বিলিয়ন ইউরো দাবি করে। সেটা ১২৬টি রাফালের জন্য ছিল। তবে ২০১৬ সালে দরাদরির পর তা ১.৩ বিলিয়ন ইউরোয় নেমে আসে। তবে যেহেতু মাত্র ৩৬টি বিমান অর্ডার করা হয় তাই দাম ৪১ শতাংশ বেড়ে গিয়েছে।

এই রিপোর্ট নিয়ে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ভিত্তহীন তথ্যের ওপর রিপোর্ট করা হয়েছে। যদি রিপোর্ট ঠিকমতো করতে হতো তাহলে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যও তাতে রাখা উচিত ছিল।

[আরও পড়ুন:বিরোধীদের ফের সিবিআই জুজু দেখিয়ে কৃষক-দরিদ্রদের পাশে থাকার বার্তা মোদীর][আরও পড়ুন:বিরোধীদের ফের সিবিআই জুজু দেখিয়ে কৃষক-দরিদ্রদের পাশে থাকার বার্তা মোদীর]

English summary
Defence Ministry had not objected to pricing part in Rafale deal, clarifies ex-secy G Mohan Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X