For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঠিকভাবে মাস্ক না পরলে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে যাত্রীদের, নির্দেশ হাইকোর্টের

সঠিকভাবে মাস্ক না পরলে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে যাত্রীদের, নির্দেশ হাইকোর্টের

Google Oneindia Bengali News

দেশ থেকে করোনা মহামারি বিদায় নিয়ে নিয়েছে এরকমই আচরণ এখন বর্তমানে দেশবাসীর। সামাজিক দুরত্ব মানা তো দূরহস্ত, ঠিকমতো তাঁরা মাস্কও পরছেন না। সেই কারণে দিল্লি হাইকোর্ট ডিজিসিএ ও সমস্ত বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে, যে সমস্ত যাত্রী যথাযথভাবে মাস্ক না পরে বিমানে উঠবেন তাঁদের কেবিন ক্রু বিমান থেকে নামিয়ে দেবেন। এমনই সাম্প্রতিক নির্দেশিকা জারি করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

যাত্রীদের মুখে মাস্ক নেই সঠিকভাবে

যাত্রীদের মুখে মাস্ক নেই সঠিকভাবে

সম্প্রতি বিচারপতি সি হরি শঙ্কর কলকাতা থেকে দিল্লিগামী বিমানে চড়ে লক্ষ্য করেন যে বহু যাত্রী মাস্ক পরে রয়েছেন চিবুকের নীচে এবং তাঁদের মাস্কগুলি ঠিকভাবে পরতে অনীহা প্রকাশ করছিলেন। এরপরই স্বতঃপ্রণোদিত মামলা করা হয় এ প্রসঙ্গে। বিচারপতি হরি শঙ্কর গত ৫ মার্চ কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় যাত্রীদের আচরণ লক্ষ্য করেন এবং তিনি তাঁর পর্যবেক্ষণের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা করেন। বিচারপতি শঙ্কর স্পষ্ট করে জানান যে সরকারের নির্দেশ অনুযায়ী মাস্ক পরতে হবে, নাক ও মুখ তাতে ঢাকা থাকবে এবং শুধু মুখ বা চিবুকের নীচে মাস্ক পরলে হবে না।

‘‌নো ফ্লাই’‌ জোন

‘‌নো ফ্লাই’‌ জোন

যাত্রীকে যদি সঠিকভাবে মাস্ক পরার জন্য একের অধিকবার মনে করিয়ে দিতে হয়, যাত্রী যদি নিয়ম না মানেন তবে আদালতের নির্দেশানুযায়ী ওই যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে এবং তাঁকে '‌নো ফ্লাই'‌ নিয়মের আওতায় নয় স্থায়ীভাবে বা একটি নির্ধারিত দীর্ঘ সময়কালের জন্য ফেলতে হবে। আদালত এও জানিয়েছে যে এই নির্দেশ যথাযথভাবে ডিজিসিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে, এর সঙ্গে আন্তঃদেশীয় বিমানের যাত্রী ও বিমান সদস্যদের জন্য থাকবে নির্দেশিকাও। যা মেনে চলতে হবে।

 বোর্ডিং পাসে উল্লেখ

বোর্ডিং পাসে উল্লেখ

সমস্ত এয়ারলাইনসে বলা হয়েছে এই নিয়মের কথা যেন বোর্ডিং পাসে যেন উল্লেখ করা হয়। এমনকি নিয়ম লঙ্ঘন করলে ওই যাত্রীকে শাস্তি পেতে হবে এ কথাও যেন বলা হয় বোর্ডিং পাসে। আদালত জানিয়েছে, যাত্রীদেরও যথাযথভাবে তাঁদের দায়িত্ব সম্পর্কে সংবেদনশীল হওয়া উচিত, বিমানে চড়ার আগে ও তার পরেও।

বিমানে মাস্ক পরার কথা ঘোষণা

বিমানে মাস্ক পরার কথা ঘোষণা

বিচারপতির নির্দেশ এও বলা হয়েছে যে বিমানের মধ্যে যে ঘোষণা হয় তাতে সবসময় মাস্ক পরার কথা যাত্রীদের বলা হয় না। তবে এবার থেকে মাস্ক পরার কথা বলার পাশাপাশি তা লঙ্ঘন করলে শাস্তির কথাও ঘোষণা করা হবে। বিমানের কর্মীদেরও দায়িত্ব নিয়ে দেখতে হবে যে যাত্রীরা মাস্ক আদৌও যথাযথভাবে পরে রয়েছেন কিনা।

আব্বাসের জন্য আজও অপেক্ষায় ওয়েইসি, জোটের সমীকরণে কি অনিশ্চয়তার কালো মেঘআব্বাসের জন্য আজও অপেক্ষায় ওয়েইসি, জোটের সমীকরণে কি অনিশ্চয়তার কালো মেঘ

English summary
If the mask is not used properly, the passenger will be deboard on flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X