For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টির জেরে ধস, কেরলে মৃত বেড়ে ২৬, ভয়াবহ পরিস্থিতিতে জারি সতর্কতা

প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে কেরলে। বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে তা বন্যা পরিস্থিতি তৈরি করেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে কেরলে। বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে তা বন্যা পরিস্থিতি তৈরি করেছে। বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ধস নেমে মৃত্যু হয়েছে অনেকের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬ জন। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা।

বৃষ্টির জেরে ধস, কেরলে মৃত বেড়ে ২৬, জারি সতর্কতা

পেরিয়ার নদী ইতিমধ্যেই বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করে দিয়েছে। এদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইদ্দুকি জেলার। উত্তর কেরলও প্রায় প্লাবিত। শুধুমাত্র বৃহস্পতিবারই ধসের জেরে মৃত্যু হয়েছে ১৭ জনের। পরিস্থিতি সামলাতে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ১০ হাজারেরও বেশি মানুষকে ১৫৭ টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, সেরাজ্যের ২৪ টি বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এরনাকুলাম, আলাপুঝ্ঝা, ওয়েনাদ, কোঝিকোডে মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রও। যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও তিনটি ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স আজই রাজ্যে পৌঁছে যাবে পরিস্থিতি মোকাবিলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার সাহায্যও চাওয়া হয়েছে কেরল প্রশাসনের তরফে।

English summary
-Death toll rises to 26; third red alert issued, 24 dam shutters opened.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X