For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাটালা হাউজ মামলায় আরিজ খানের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত

বাটালা হাউজ মামলায় আরিজ খানের মৃত্যু দণ্ডের সাজা

  • |
Google Oneindia Bengali News

বাটালা হাউজ এনকাউন্টারে আরিজ খানকে মৃত্যু দণ্ডের সাজা দিল দিল্লি কোর্ট। এর আগে এই এনকাউন্টার মামলায় আরিজ খানকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার জন্য আবেদন করে দিল্লি পুলিশ। সেই আবেদনে সায় দিল কোর্ট।

বাটালা হাউজ মামলায় আরিজ খানের মৃত্যু দণ্ডের সাজা

প্রসঙ্গত, দিল্লির জামিয়ানগরে বাটালা হাউজ একটি জায়গা। সেখানে ২০০৮ সালে ১৯ সেপ্টেম্বর, দিল্লি পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় এই আরিজ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সদস্য বলে সন্দেহ উঠতে থাকে। প্রসঙ্গত ২০০৮ সালে দিল্লি বিস্ফোরণের এক সপ্তাহের মাথায় এই বাটালা হাউজ এনকাউন্টার ঘটে যায়। বাটালা হাউজে পুলিশ তল্লাশি চালাতে গেলেই সেখানে জমায়েত করে থাকা সন্দেহভাজন জঙ্গিরা পাল্টা গুলি চালায়। শুরু হয় রাজধানীর বুকে রুদ্ধশ্বাস এনকাউন্টার।

সেই সময় ২ জঙ্গি মারা গেলেও, পুলিশ অফিসার মোহন চাঁদ শর্মা শহিদ হন। আর পুলিশ কর্তার এই হত্যাকাণ্ডে আরিজ অভিযুক্ত বলে জানা যায়। তল্লাশি শুরু হয় আরিজের। এরপর সে ধরা পড়তেই চলতে থাকে বিচার। তারপরই এদিন আদালত এই সন্দেহভাদন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

English summary
Death penalty for Ariz Khan, convicted of murder of Delhi Police inspector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X