For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খোলা বাজারে Covaxin এবং Covishield বিক্রিতে ছাড়পত্র! করোনা রুখতে বড় সিদ্ধান্ত

খোলা বাজারে Covaxin এবং Covishield বিক্রিতে ছাড়পত্র! করোনা রুখতে বড় সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে যুগান্তকারী সিদ্ধান্ত। এবার খোলা বাজারে পাওয়া যাবে Covaxin এবং Covishield। তবে প্রাথমিকভাবে হাসপাতাল এবং ক্লিনিকেই পাওয়া যাবে বলে সুত্রের খবর।

আজ বৃহস্পতিবার ডিসিজিআই (DCGI) এই সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে বলেই জানা যাচ্ছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে আরও দ্রুত করোনাকে রুখতে ভারত সক্ষম হবে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

যদিও এই বিষয়ে আরও কেন্দ্রের তরফে জানানো হবে বলে জানানো হয়েছে। নিয়ম-নীতি সহ আরও বিস্তারিত ভাবে নোটিফিকেশন দেওয়ার পরেই তা বাজারে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে।

বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে

বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে

খোলা বাজারে এই ভ্যাকসিন বিক্রিতে ছাড় দেওয়া হলেও DCGI-এর তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী এই ছাড় আপাতত হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিক থেকেই কিনতে পারবেন। তবে এখনই মেডিক্যাাল স্টোরে তা পাওয়া যাবে না বলেই মত। ভ্যাকসিনেশন ছয়মাস অন্তর রিপোর্ট (DCGI-এর কাছে জমা দিতে হবে। এবং তা কোভিড অ্যাপে আপলোড করা হবে বলেও জানানো হয়েছে। তবে বলে রাখা প্রয়োজন, এই ছাড় New Drugs and Clinical Trials Rules, 2019-এর মাধ্যমে দেওয়া হয়েছে।

প্রতি ডোজের দাম হতে পারে ২৭৫ টাকা

প্রতি ডোজের দাম হতে পারে ২৭৫ টাকা

খোলা বাজারে ভ্যাকসিন দুটি বিক্রির ছাড়পত্র দিলেও দাম নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, দুটির ক্ষেত্রেই একটি ডোজের দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫ টাকা। এর সঙ্গে অতিরিক্ত হিসেবে সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে ১৫০ টাকা। পিটিআই-সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে দাম নির্ধারণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থা যা নিয়ে কাজও শুরু করে দিয়েছে।

কি বলছেন ডাক্তারা

কি বলছেন ডাক্তারা

ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তবে ছাড়পত্র দিলেই এখনও যে খোলা বাজারে ভ্যাকসিনগুলি চলে আসবে তা নয়। কারন এই মুহূর্তে একটি অ্যাপের মাধ্যমে তা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ডাক্তারবাবুর মতে, এতদিন জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। এবার তা আর থাকছে না। এত মানুষকে দেওয়ার পর যখন দেখা গেল এই ভ্যাকসিন সম্পূর্ণ ভাবে নিরাপদ এবং কার্যকর। এরপরেও পূর্ণ অনুমোদন দেওয়া হল।

বাজারে বিক্রির অনুমোদন দেয়।

বাজারে বিক্রির অনুমোদন দেয়।

বলে রাখা প্রয়োজন,গত কয়েকদিন আগে অর্থাৎ ১৯ জানুয়ারি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটি কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য বাজারে বিক্রির অনুমোদন দেয়। আর এরপরেই বড় সিদ্ধান্ত প্রসংসার যোগ্য বলছেন ডাক্তারদের একাংশ।

English summary
DCGI gives approval for Covid Vaccine to sale in the market in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X