For Daily Alerts
দাউদের ছেলে মইনের বর্তমান পরিস্থিতি জানলে অবাক হবেন
আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছেলে মইন করাচির একটি মসজিদের মৌলনা। এমনটাই জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা দাউদের ভাই ইকবাল কাসকর। তোলাবাজি মামলায় এখন মুম্বইয়ে জেলবন্দি ইকবাল।

বাবা আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ব্যবসার সঙ্গে যুক্ত হতে চায়নি মইন। এমনটাই জানিয়েছেন ইকবাল কাসকর। সে ধর্মপ্রাণ এবং কোরাণ তার কণ্ঠস্থ। সম্প্রতি করাচির একটি মসজিদের মৌলনা হয়েছে। তদন্তকারীদের এমনটাই জানিয়েছেন ইকবাল।
দাউদ এবং তাঁর স্ত্রী মেঝাবেনের দুই ছেলে এবং দুই মেয়ে। তৃতীয় কন্যা মারিয়া বছর সাতেক আগে ম্যালেরিয়ায় মারা গিয়েছে। বড় মেয়ে মাহরুখের বিয়ে হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াদাদের ছেলে জুনেইদের। দ্বিতীয় কন্যা মারিনের বিয়ে হয়েছে আমেরিকাবাসী পাকিস্তানি আয়ুবের সঙ্গে।