For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাঁস একাধিক সরকারি আধিকারিকের ব্যাক্তিগত ডেটা! করা হল সতর্ক

সম্প্রতি একের পর এক ডেটা ফঁস হয়ে যাওয়ায় ঘটনায় হ্যাকার হাতে চলে গিয়েছে একাধিক সরকারি আধিকারিকের ডেটা। কেন্দ্রের তরফ থেকে এই ব্যাপারে আধিকারিকদের সতর্ক করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি একের পর এক ডেটা ফঁস হয়ে যাওয়ায় ঘটনায় হ্যাকার হাতে চলে গিয়েছে একাধিক সরকারি আধিকারিকের ডেটা। কেন্দ্রের তরফ থেকে এই ব্যাপারে আধিকারিকদের সতর্ক করা হয়েছে।

ফাঁস একাধিক সরকারি আধিকারিকের ব্যাক্তিগত ডেটা!

এয়ার ইন্ডিয়া, ডমিনোজ, বিগ বাস্কেটের মতো সংস্থাগুলির ডেটা লিক হয়ে যাওয়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি বেশ কিছু সরকারি আধিকারিকের কাছে এসেছে এক অদ্ভুত মেসেজ।

বিশেষত প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের কাছে হোয়াটসঅ্যাপে সেই মেসেজ এসেছে। covid19india.in নামে একটি লিংক এসেছে তাঁদের মোবাইলে। বলা হয়েছে ও লিংকে ক্লিক করে নিজেদের ভ্যাকসিন স্টেটাদ আপডেট করতে হবে।

সেটাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে অবিকল সরকারি ওয়েবসাইটের মতো @gov.in ডোমেনের একটি ওয়েবসাইট। তারপর সেখানে চাওয়া হচ্ছে ইমেল ও পাসওয়ার্ড। আর এ ভাবেই হ্যাকাররা ডেটা চুরির ফাঁদ পেতেছে।

মনে করা হচ্ছে এয়ার ইন্ডিয়া, ডমিনোজের বা বিগ বাস্কেটের মতো সংস্থার ডেট লিক হয়ে যাওয়ায় বহু আধিকারিকের ইমেল আইডি হ্যাকারদের হাতে চলে গিয়েছে। তার মধ্যে অনেক সরকারি আইডিও রয়েছে।

সম্প্রতি, বড় ধরনের সাইবার হামলার শিকার হয় এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থার ৪৫ লক্ষ যাত্রীদের তথ্য ফাঁস হয়ে যায়। হাতিয়ে নেওয়া তথ্যগুলোর মধ্যে ছিল, যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর-‌সহ ব্যক্তিগত তথ্য।

যাদের তথ্য চুরি হয়েছে, তাদের মেসেজ করে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। অন্য দিকে, ডমিনোজের ১৮ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। সংস্থার তরফে দাবি করা হয়, গ্রাহকদের 'ফিন্যানশিয়াল তথ্য' নিরাপদ রয়েছে।

এর আগে ২১ মে ইন্টারনেট সুরক্ষা সংক্রান্ত গবেষক রাজশেখর রাজাহারিয়া টুইট করে জানিয়েছিলেন যে ডমিনোজের ১৮ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়।

পাশাপাশি তিনি একটি টুইট করে একটি লিঙ্ক দেন, যেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার তথ্য সুরক্ষিত রয়েছে নাকি তা ফঁস হয়েছে।

English summary
Data breaches expose emails, passwords of several government officials to hackers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X