For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: ফের ত্রিপুরায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল, লালবাজারে দুপুরের খাবার চপ-মুড়ি

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

শুক্রবার ত্রিপুরায় যাচ্ছে তৃণমূলে প্রতিনিধিদল

শুক্রবার ত্রিপুরায় যাচ্ছে তৃণমূলে প্রতিনিধিদল

এদিন ফের একবার এসএসকেএম-এ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা সেখানে সুদীপ রাহা এবং জয়া দত্তের সঙ্গে দেখা করেন। অন্যদিকে শুক্রবার ফের ত্রিপুরা যাচ্ছেন ব্রাত্য বসু। সঙ্গে যাচ্ছেন অর্পিতা ঘোষ, আবীর বিশ্বাস, প্রতিমা মণ্ডল এবং অপরূপা পোদ্দার।

কেরলেও খেলা হবে দিবস

কেরলেও খেলা হবে দিবস

১৬ অগাস্ট কেরলও খেলা হবে দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। এর জন্য কোট্টায়ামের পুনজার কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি কেরলের ১৪০ টি বিধানসভা কেন্দ্রে কল দিদি এবং সেভ ইন্ডিয়া বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে। দলের রাজ্য সভাপতি মনোজ শঙ্করানাল্লুর তিরুবনন্তপুরমে সাংবাবিক সম্মেলনে একথা জানিয়েছেন।

লালবাজাজে দুপুরের খাবার চপমুড়ি

লালবাজাজে দুপুরের খাবার চপমুড়ি

বিজেপির মহিলা মোর্চার কর্মসূচিকে ঘূরে তুলকালাম ভবানীভবন-সিমলা স্ট্রিট। সিমলা স্ট্রিটে গ্রেফতার করা হয় মীনাদেবী পুরোহিতকে। অন্যদিকে ভবানী ভবনে গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পালকে। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে নারী সুরক্ষার হাল তলানিতে। যাঁদেরকে এদিন গ্রেফতার করা হয়, তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানে তাঁদের চপ মুড়ি খেতে দেওয়া হয় বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।

নন্দীগ্রাম মমলার শুনানি পিছলো

নন্দীগ্রাম মমলার শুনানি পিছলো

হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে গেল ১৫ নভেম্বর পর্যন্ত। এদিন হাইকোর্টের তরফে মামলায় স্থগিতাদের দিয়ে দেওয়া হয়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৯০০ ভোটে হারা পরে গণনায় কারচুপির অভিযোগে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায়কে নিয়ে শুনানি পিছল ২৪ অগাস্ট পর্যন্ত

মুকুল রায়কে নিয়ে শুনানি পিছল ২৪ অগাস্ট পর্যন্ত

মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা নিয়ে বিধানসভায় শুনানি শুরু হয়েছিল। মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুনানিও স্থগিত করে দেওয়া হয়েছে ২৪ অগাস্ট পর্যন্ত।

আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধ

আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধ

আরও ১৫ দিন বাড়ল করোনা বিধিনিষেধ। ৩১ অগস্ট পর্যন্ত চলবে না লোকাল ট্রেন। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন করোনা বিধিনিষেধ বহাল থাকলেও নাইট কার্ফুর সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। পুজোর আগে ব্যবসায়ীদের কথা ভেবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু থাকবে বলে জানানো হয়েছে। এতদিন রাত ৯টা থেকে শুরু হয়ে যেত নাইট কার্ফু।

ফের একজোট বিরোধীরা

ফের একজোট বিরোধীরা

গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এদিন সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভার অধিবেশনের সময় কমিয়ে আনা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। সংসদের মধ্যে তাঁদের বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে এনসিপি নেতা শারদ পাওয়ার অভিযোগ করেছেন মহিলা সাংসদদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।

ত্রিপুরায় গ্রেফতার আরও তৃণমূল কর্মী

ত্রিপুরায় গ্রেফতার আরও তৃণমূল কর্মী

ত্রিপুরায় আর বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যের গাড়ির চালক সুরজিৎ সূত্রধর। বুধবার রাতে পুরো অপারেশনের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার ওসি সুবীর সাহা। মহামারী আইনে এই গ্রেফতার বলে জানিয়েছে ত্রিপুরা প্রশাসন। ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলথে বলে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম মামলার শুনানি

মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম মামলার শুনানি

এদিন কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম মামলার শুনানি রয়েছে। এই মামলার শুনানি চলছে শম্পা সরকারের এজলাসে। দুপুর তিনটে নাগাদ ভিডিও কনফারেন্সে এই মামলার শুনানি হবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পরে গণনায় কারচুপির অভিযোগে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর রাজ্যেও হবে খেলা হবে দিবস

মোদীর রাজ্যেও হবে খেলা হবে দিবস

এবারই প্রথম দেশের রাজ্যে রাজ্যে ২১ জুলাই পালন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই দিনের ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করা হবে। তৃণমূলের তরফে ঠিক করা হয়েছে মোদী-অমিত শাহদের রাজ্য গুজরাতেও খেলা হবে দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। যার জন্য একটি ট্রফি তৈরি করা হয়েছে।

পাহাড়ে গুরুং-তামাং বৈঠক

পাহাড়ে গুরুং-তামাং বৈঠক

২০১৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চা দু-ভাগে ভাগ হয়ে যাওয়ার পর প্রথমবার একান্তে বৈঠক করলেন বিমল গুরুং এবং বিনয় তামাং। যা নিয়ে পাহাড়ে শুরু হয়েছে জল্পনা। পাহাড় অশান্ত হয়ে ওঠার পরেই পালিয়ে বেড়াচ্ছিলেন বিমল গুরুং। সেই সময় অভিযানে নেতৃত্ব দিতে গিয়েই গুলিতে প্রাণ হারাণ অমিতাভ মালিক। সেই সময়ের পরে বিনয় তামাং হাত মেলান তৃণমূলের সঙ্গে। জিটিএ-র দায়িত্ব দেওয়া হয় তাঁর হাতেই। সপ্তাহ দুয়েক আগে অবশ্য দলের সভাপতি বলে দাবি করে আসা বিনয় তামাং পদত্যাগ করেন। তারপরেই নতুন সমীকরণ।

মোদী বিরোধী সরকার অনেকটাই পোলাওয়ের মতো

মোদী বিরোধী সরকার অনেকটাই পোলাওয়ের মতো

নরেন্দ্র মোদী বিরোধী জোট গড়ে তোলার প্রস্তুতিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি এই প্রশ্নে মমতার বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, যার সঙ্গে পারছে বৈঠক করছে। কিন্তু কী করতে হবে, তা ঠিক করে উঠতে পারছে না। তিনি বলেন, সাধারণ মানুষ স্থিরতা চায়। কিন্তু বিরোধীরা চায় খিচুড়ি সরকার তৈরি করতে। তিনি কটাক্ষ করে বলেন, মোদী বিরোধী সম্ভাব্য খিচুড়ি সরকার অনেকটা স্বপ্নের পোলাওয়ের মতো। ঘি ঢেলে যাও যত ইচ্ছা, কিন্তু বাস্তবে কোনও লাভ নেই।

এবার ত্রিপুরায় শান্তনু সেন

এবার ত্রিপুরায় শান্তনু সেন

দলের সংগঠন জোরদার করতে এবার ত্রিপুরায় গেলেন রাজ্যসভার সদস্য শান্তনু সেন। ইতিমধ্যেই খোয়াইয়ের ওসি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দোলা সেন, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের বিরুদ্ধে পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে এফআইআর দায়ের করেছেন। যদিও এই এফআইআরকে গুরুত্ব দিতে রাজি নন, শান্তনু সেন। তিনি বলেছেন, ত্রিপুরায় বিজেপির বিদায় ঘন্টা বেজে গিয়েছে।

২৪ ঘন্টায় ৭ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ

২৪ ঘন্টায় ৭ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ

উত্তর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সেভাবে ভয়াবহ না হলেও, দক্ষিণ ভারত ঘিরে উদ্বেগ চরমে। শুধুমাত্র কেরলেই গতকালের রিপোর্টে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২৩,৫০০ জন। যার হাত ধরে এদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ৪১,১৯৫ জন। সব মিলিয়ে ২৪ ঘন্টায় প্রায় ৭ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ।

সকাল থেকে শুরু ঝেঁপে বৃষ্টি, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্যও সতর্কতা জারি আবহাওয়া দফতরেরসকাল থেকে শুরু ঝেঁপে বৃষ্টি, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্যও সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
Daily News Update in Bengali: Kolkata and West Bengal Coronavirus, parliament News in brief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X