For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সাইক্লোন বায়ু' ফুঁসছে আরব সাগরে! ১২০ কিমি বেগে কোন পথে ধেয়ে আসছে ঝড়ের তাণ্ডব

আর ৪৮ ঘণ্টার অপেক্ষা এরপরই গুজরাতের উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন বায়ু। তবে ফণীর মতো তাণ্ডবের আশঙ্কা বায়ুর তরফে নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

  • |
Google Oneindia Bengali News

আর ২৪ ঘণ্টার অপেক্ষা এরপরই গুজরাতের উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন বায়ু। তবে ফণীর মতো তাণ্ডবের আশঙ্কা বায়ুর ক্ষেত্রে নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে, বায়ুর হানা থেকে কোঙ্কন উপকূলকে নিরাপদ রাখতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। একনজরে দেখে নেওয়া যাক এই সাইক্লোন ঘিরে কিছু তথ্য।

ঝড়ের বেগ কত?

ঝড়ের বেগ কত?

জানা গিয়েছে, ১২০ কিলোমিটার বেগে আছ়ডে পড়বে সাইক্লোন বায়ু। আছড়ে পড়বে গুজরাত উপকূলে। আগামী ১৩ জুন ওএই ঝড়ের তাণ্ডবে দেশের কঙ্কণ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কোনপথে ঢুকছে বায়ু?

কোনপথে ঢুকছে বায়ু?

এই মুহূর্তে আরব সাগরে ফুঁসছে সাইক্লোন বায়ু। তার অবস্থান মুম্বই থেকে আপাতত ৬৩০ কিলোমিটার দূরে, ও গুজরাত থেকে আপাতত এই ঝড় ৭৮০ কিলোমিটার দূরে রয়েছে। তবে , ১৩ জুন সৌরাষ্ট্র , কচ্ছ উপকূল বরাবর আছড়ে পড়তে চলেছে ঝড়।গুজরাতের পথে ঢুকে তা মুম্বই ও কেরল, লাক্ষাদ্বীপে প্রভাব ফেলতে চলেছে।

ক্ষয়ক্ষতি ঘিরে কী আশঙ্কা?

ক্ষয়ক্ষতি ঘিরে কী আশঙ্কা?

মনে করা হচ্ছে, এই ঝড়ের প্রভাবে সেরকম বড় কোনও ক্ষতি হবে না। ফণীর তেকে এর ক্ষমতা অনেকাংশেই কম। ফলে ঝড়, বৃষ্টি হলেও,সেভাবে কোনও ক্ষয়ক্ষতি বড় রকমের হবে না। কঙ্ক উপকূলবর্তী এলাকায়।

English summary
Cyclone Vayu roars towards Gujarat , know what Live tracker says.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X