For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাউকটের আগে বৃষ্টি-তাণ্ডবে বানভাসী শহর, সন্ধ্যে ৮ টা পর্যন্ত স্তব্ধ বিমানবন্দর, মুম্বই ঘিরে ওয়েদার অ্যালার্ট

Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় তাওটের প্রভাবে কার্যত তাণ্ডব পরিস্থিতি মুম্বই জুড়ে। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ভয়াবহ বর্ষণ শুরু হয়েছে। শহরের জায়গায় জায়গায় প্রবলভাবে জল জমতে দেখা যাচ্ছে। এমন অবস্থায় সাইক্লোন তাউকটে আছড়ে পড়ার আগেই প্রাকৃতিক তাণ্ডব শুরু মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।

জায়গায় জায়গায় দাঁড়িয়ে জল

জায়গায় জায়গায় দাঁড়িয়ে জল

মুম্বই শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই সাইক্লোনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ফলে বহু জায়গায় জল দাঁড়াতে শুরু করে। ফলে লকডাউনের মাঝেও পরিবহনে সমস্যা দেখা দিয়েছে মায়ানগরীতে। তবে মন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন এই জল সরিয়ে ফেলা হবে।

বন্ধ মুম্বই এয়ারপোর্ট !

বন্ধ মুম্বই এয়ারপোর্ট !

এদিকে, ঝড় বৃষ্টির তাণ্ডবের জেরে সাইক্লোন টাউকটে নিয়ে রীতিমতো উদ্বেগে উদ্ধব ঠাকরে প্রশাসন। প্রথমে প্রশাসনের তরফে মুম্বই বিমানবন্দর বিকেল ৪ টে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর তার মেয়াদ বাড়িয়ে সন্ধ্যে ৮ টা পর্যন্ত বিমানবন্দ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়া দফতরের অ্যালার্টের জেরেই এই সিদ্ধান্ত ।

মোদী-উদ্ধব বৈঠক, উদ্বেগে রেল

মোদী-উদ্ধব বৈঠক, উদ্বেগে রেল

সাইক্লোনে দাপটে যাতে মহারাষ্ট্রের তাবড় ব্রিজগুলি অক্ষত থাকে, তার দিকে নদর রয়েছে রেলওয়ে দফতরের। এদিকে সাইক্লোন পরিস্থিতি নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে।

মরুরাজ্যেও বৃষ্টি আনবে সাইক্লোন?

মরুরাজ্যেও বৃষ্টি আনবে সাইক্লোন?

প্রসঙ্গত, আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে রাজস্থানের বুকে প্রবল ঝড়বৃষ্টি আনতে চলেছে। জানা গিয়েছে গুজরাতে এদিন সন্ধ্যে ৮ টা নাগাদ আছড়ে পড়ার পর, আগামীকাল অর্থাৎ ১৮ মে রাজস্থানে প্রবলভাবে ঝড়বৃষ্টি শুরু করবে এই সাইক্লোনর প্রভাব।

English summary
Cyclone Tauktae latest news in bengali, Mumbai airport to remain closed till 8 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X