For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি, ভয়ঙ্কর বেগে বুধবার আলিবাগে আছড়ে পড়বে 'ঘূর্ণিঝড় নিসর্গ'

১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বুধবার আলিবাগে আছড়ে পড়বে 'ঘূর্ণিঝড় নিসর্গ'

Google Oneindia Bengali News

১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণিঝড় নিসর্গ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামিকাল সকাল ১১টা নাগাদ আলিবাগে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ১০০ কিলোমিটার হবে ঝড়ে গতি। আজ বিকেল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ১২৯ বছরে এই প্রবল শক্তিশালী ঝড়ের সম্মুখীন হতে চলেছে বাণিজ্য নগরি।

১২ ঘণ্টায় আরও শক্তিবৃদ্ধি

১২ ঘণ্টায় আরও শক্তিবৃদ্ধি

আরব সাগরে এখন অবস্থান করছে নিসর্গ। আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ১২ ঘণ্টায় আরব সাগর থেকে আরও জলীয় বাস্প সংগ্রহ করে শক্তি সঞ্চয় করবে নিসর্গ। ঠিক যেমনটা করেছিল আম্ফান। মধ্যরাত থেকেই মুম্বইয়ের দিকে এগোতে শুরু করবে নিসর্গ। প্রবল হবে তার শক্তি। ১২৯ বছরে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় দেখেনি মুম্বই।

আলিবাগে আছড়ে পড়বে নিসর্গ

আলিবাগে আছড়ে পড়বে নিসর্গ

মধ্যরাত থেকে এগিয়ে আসতে শুরু করবে আম্ফান। মুম্বই ওবং দমনের ২৬০ কিলোমিটার রাস্তার মধ্যে যেকোনও একটি জায়গায় আছড়ে পড়তে পারে নিসর্গ এমনই আন্দাজ আবহাওয়া বিদদের। যদি তাঁরা মনে করছেন আলিবাগেই আছড়ে পড়বে আম্ফান। কারণ তেমনই গতিবিধি লক্ষ্য করা গিয়েছে।

লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি

ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই এবং পালঘরে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে রত্নগিরি, থানে, মুম্বই, পালঘর এবং নাসিকে।

প্রস্তুত এনডিআরএফ

প্রস্তুত এনডিআরএফ

পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে ১৫টি এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে গুজরাতে মোতায়েন করা হয়েছে ৩৩টি এনডিআরএফের টিম। গুজরাতের উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

১২৯ বছর পর কেন ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে বাণিজ্যনগরী মুম্বই? নিসর্গের বিশদ বিশ্লেষণ ১২৯ বছর পর কেন ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে বাণিজ্যনগরী মুম্বই? নিসর্গের বিশদ বিশ্লেষণ

English summary
Cyclone Nisarga updates in Bengali: 100kmph sever storm hit Alibag tomorrrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X