For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাণ্ডবলীলার পর শক্তি কমিয়ে কোনপথে ঘূর্ণিঝড় নিসর্গ ! হতাহতের দুঃসংবাদ অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

আপাতত যৌবনের শক্তি হারিয়ে বার্ধক্যের ক্লান্তিতে ঘূর্ণিঝড় নিসর্গ। যে চরম সাইক্লোনের জেরে এদিন ২ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন ৩ জন। আপাতত কোন পথে এই সাইক্লোন একনজরে দেখে নেওয়া যাক।

এখন কেমন পরিস্থিতি নিসর্গের?

এখন কেমন পরিস্থিতি নিসর্গের?

আপাতত প্রবল ভাবে ক্ষমতা হারিয়ে নাসিকের দিকে সাইক্লোন নিসর্গ। প্রবল ঘূর্ণিঝড় বর্তমানে নিম্নচাপ মাত্র। ঝোড়ো হাওয়া সঙ্গে নিয়ে উত্তরপূর্বের দিকে এই ঝড় এগিয়ে যাচ্ছে, যার অভিমুখ নাসিকের দিকে ।

 আহত ৩

আহত ৩

প্রবল হাওয়া এদিন মুম্বই শহরে আছড়ে পড়তেই ৩ জন আহত হয়েছেন। রায়গড়ে উড়ে গিয়েছে টিনের চাল। বহু জায়গাতেই প্রবল ঝড়ের জেরে বিদ্যুৎ যোগাযোগ নষ্ট রয়েছে। রায়গড় ও পুনেতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 ২ জনের মৃত্যু

২ জনের মৃত্যু

আলিবাগে এক ৫২ বছরের ব্যক্তি বাড়ির ছাদ চাপা পড়ে মারা গিয়েছেন বলে খবর। আলিবাগের মোকারওয়াড়ি হাভেলি তেহসিলে সাইক্লোন নিসর্গের দাপটে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। খেড় এলাকায় এক ৬৫ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। বাড়ির টিনের ছাদ উড়ে দিয়ে সেখানে বিপত্তি ঘটে।

 পুনে ক্ষতিগ্রস্ত

পুনে ক্ষতিগ্রস্ত

মূলত দক্ষিণ আলিবাগে এদিন আছড়ে পড়ে সাইক্লোন নিসর্গ। তবে এর কেন্দ্রস্থল পুনে ছিল বলে খবর। দুপুর ১ টা থেকে শুরু হয় এর তাণ্ডব। রাত বাড়ার সঙ্গে এটি নাসিকের দিকে এগিয়ে যায়।

<strong>বাংলায় আরও ১৫ টি কোভিড হাসপাতাল আসন্ন! কোন কোন জেলা তালিকায় দেখে নিন</strong>বাংলায় আরও ১৫ টি কোভিড হাসপাতাল আসন্ন! কোন কোন জেলা তালিকায় দেখে নিন

English summary
Cyclone Nisarga update in Bengali, 2 dead, storm weakens into depression
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X