For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'কিয়ার'! উপকূলে জারি হল লাল সতর্কতা

উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় কিয়ার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এর জন্য কর্নাটক উপকূলে ২ দিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর এবং কর্নাটক স্টেট ন্যাশনাল ডিজিস্টার মনিটরিং সেন্টা

  • |
Google Oneindia Bengali News

সমুদ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় কিয়ার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এর জন্য কর্নাটক উপকূলে ২ দিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর এবং কর্নাটক স্টেট ন্যাশনাল ডিজিস্টার মনিটরিং সেন্টারের তরফ থেকেও নজরদারি চালানো হচ্ছে।

জনগণকে সজাগ থাকার পরামর্শ

জনগণকে সজাগ থাকার পরামর্শ

দক্ষিণ কানাডা জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের প্রাবল্য নিয়ে সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্করা। এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে জেলার সব স্কুল কলেজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলায় প্রবল বৃষ্টিপাত

জেলায় প্রবল বৃষ্টিপাত

বুধবার থেকেই এলাকায় মাঝেমধ্যেই প্রবল বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৬১ মিমি বৃষ্টি হয়েছে। অক্টোবরে দিনে সাধারণভাবে ৬ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, গত সাতদিনে জেলায় ১৮৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। সাধারণভাবে যেখানে ৫১ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে। কর্নাটক স্টেট ন্যাশনাল ডিজিস্টার মনিটরিং সেন্টারের তরফে জানানো হয়েছে অক্টোবরের প্রথম ২৪ দিনে সাধারণভাবে যেখানে ২১২ মিমি বৃষ্টিপাত হয়, সেখানে বৃষ্টি হয়েছে ৩৬৪ মিমি।

আরও বৃষ্টির পূর্বাভাস

আরও বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কিয়ার আঘাত হানার পরেই উপকূলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা যে কোনও সময় নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেও জানানো হয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ২ দিন যেন তাঁরা আরব সাগরে না যান। আবহাওয়া দফতরের তরফ থেকে যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

তামিলনাড়ু, পুদুচেরি, কেরলেও সতর্কবার্তা

তামিলনাড়ু, পুদুচেরি, কেরলেও সতর্কবার্তা

শুধু কর্নাটকেই সতর্কবার্তা নয়, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরলেও আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল থাকবে।

<strong>বিশ্বের ধনীতম তকমা হারালেন জেফ বেজোস, নতুন শীর্ষস্থানাধিকারী কে?</strong>বিশ্বের ধনীতম তকমা হারালেন জেফ বেজোস, নতুন শীর্ষস্থানাধিকারী কে?

English summary
In the wake of cyclone Kyarr, IMD and Karnataka state national disaster monitoring centre have issued a red alert for Karnataka coast for next two days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X