For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই ক্লিনচিট নয়, সিভিসি রিপোর্ট মুখবন্দি খামে অলোক বর্মার হাতে তুলে দিল আদালত

সাসপেন্ড হওয়া সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে এখনই ক্লিনচিট দিল না সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

সাসপেন্ড হওয়া সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে এখনই ক্লিনচিট দিল না সিবিআই। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের যে রিপোট আদালতে জমা পড়েছে তা মুখবন্দি খামে তাঁর হাতে তুলে দেওয়া হল। তাতে অলোক বর্মার বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। দুই ধরনের মতামত সিভিসি রিপোর্টে উঠে এসেছে বলে জানা গিয়েছে। তা নিয়েই পাল্টা জবাবা জানাতে বলা হয়েছে অলোক বর্মাকে।

এখনই ক্লিনচিট নয়, সিভিসি রিপোর্ট মুখবন্দি খামে অলোক বর্মার হাতে তুলে দিল আদালত

সিভিসি রিপোর্ট অনুযায়ী এখনও কিছু অভিযোগের তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এমনই মনে করছেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্র। বন্ধ খামে রিপোর্ট অলোক বর্মাকে দেওয়া হয়েছে। বন্ধ খামেই জবাব চাওয়া হয়েছে। সিবিআইয়ের গ্রহণযোগ্যতা ও মানুষের তদন্তকারী সংস্থার ওপরে বিশ্বাস অটুট রাখতেই তা করা হয়েছে।

অলোক বর্মার ওপরে রাকেশ বর্মা যে অভিযোগ এনেছেন তার তদন্ত দুই সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে সিভিসিকে। অলোক বর্মার রিপোর্টের কপি আস্থানা চেয়েছিলেন। তা আদালত দিতে অস্বীকার করেছে।

রাকেশ আস্থানার অভিযোগ ছিল, সিবিআইয়ের জালে জড়িয়ে পরা এক ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়েছেন অলোক বর্মা। এছাড়া অন্য মামলাতেও দুর্নীতি করেছেন অলোক বর্মা। এমনই অভিযোগ প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্থানার।

প্রসঙ্গত, রাকেশ আস্থানার বিরুদ্ধেও ঘুষ নেওয়া ও দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত শুরু করেছে। তাঁর বিশ্বস্ত সঙ্গী আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। তবে আদালত থেকে আগাম জামিন নিয়ে রেখেছেন রাকেশ আস্থানা।

English summary
CVC report on CBI director Alok Verma has some 'very uncomplimentary' findings, Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X