For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) নতুন নোট সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের সামনে গ্রাহকদের লম্বা লাইন

মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপত্তি এড়াতে সকাল থেকেই ব্যাঙ্কের সামনে ভিড় জমান গ্রাহকরা।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দেশের সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম পরিষেবাও বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক খোলার আগে থেকেই দেখা গেল লম্বা লাইন। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের প্রত্যেকটি ব্যাঙ্কে পুরনো নোট জমা দিয়ে তার বদলে নতুন নোট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। [৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল: ঝামেলা এড়াতে কী করণীয় সাধারণ মানুষের?]

বিপত্তি এড়াতে সকাল থেকেই ব্যাঙ্কের সামনে ভিড় জমান গ্রাহকরা। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিও অন্যদিনে যে সময়ে ব্যাঙ্ক খোলা হয় তার অনেক আগে থেকই আজ পরিষেবা দিতে শুরু করেন। কোন প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য প্রতিটি ব্যাঙ্কের সামনে নিরাপত্তা ব্যাবস্থার দিকেও জোড় দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কগুলির বাস্তব চিত্র। [নোট বিনিময়ে সুবিধার জন্য অতিরিক্ত কাউন্টার খুলবে ব্যাঙ্কগুলি, মিলবে বেশি সময়ের পরিষেবা]

দিল্লি

দিল্লি

এই ছবিটি রাজধানী দিল্লির একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের। অন্য দিনে যে সময়ে ব্যাঙ্ক খোলা হয় তার থেকে অনেকটাই আগে এই ব্যাঙ্কে গ্রাহক পরিষেবে শুরু করে দেওয়া হয়। সকাল থেকেই ব্যাঙ্কে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

দিল্লির বসন্ত বিহার

দিল্লির বসন্ত বিহার

এই ছবিটি রাজধানী দিল্লির বসন্ত বিহারের। একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে বৃহস্পতিবার সকাল থেকেই গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

নতুন নোট সংগ্রহ

নতুন নোট সংগ্রহ

মঙ্গলবার মধ্যরাত থেকে বাতিল হয় পুরনো ৫০০ ও হাজার টাকার নোট। তার বদলে বৃহস্পতিবার সকাল থেকে পুরনো নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহের জন্য গ্রাহকরা ভিড় জমিয়েছেন ব্যাঙ্কে।

চেন্নাই

চেন্নাই

চেন্নাই এর ব্যাঙ্কগুলিতেও সকাল থেকে একই ছবি ধরা পড়েছে। সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গুলির সামনে সকাল থেকেই নতুন নোট সংগ্রহের জন্য গ্রাহকরা ভিড় জমিয়েছেন।

গুজরাত

গুজরাত

গুজরাতেরও বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কগুলির সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক থেকে নতুন নোট সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়ে যায়।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের ছবিটাও সকাল থেকে একই রকম। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে গ্রাহকদের। বিপত্তি এড়াতে ব্যাঙ্কের বাইরে পুলিশি নিরাপত্তার বন্দোবস্তোও রাখা হয়েছে। অনেক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের বাইরে ছাউনি করে গ্রাহকদের অপেক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।

মুম্বই

মুম্বই

বৃহস্পতিবার মুম্বই এর বিভিন্ন ব্যাঙ্কগুলিতে নতুন নোট সংগ্রহ করতে সকাল থেকই ভিড় উপচে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় ব্যাঙ্ক খুলে রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা

কলকাতা

কলকাতায় সকাল থেকেই বিভিন্ন রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ভিতরে ও বাইরে গ্রাহকরা ভিড় জমান। সব রকম অশান্তি এড়াতে ব্যাঙ্কের বাইরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

নতুন নোট

নতুন নোট

কলকাতায় সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কের বাইরে এবং ভিতরে ভিড় লক্ষ্য করা গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একজন গ্রাহক সকাল সকাল পুরনো নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করে হাসিমুখে বেড়িয়ে আসছেন।

English summary
Customers Lined up For collecting new note in Front of Bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X