For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম কোন ব্লাড গ্রুপের মানুষের! সিএসআইআরের বড় বার্তা

কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম কোন ব্লাড গ্রুপের মানুষের! সিএসআইআরের বড় বার্তা

Google Oneindia Bengali News

করোনার মারণ দংশনের জেরে কোথাও অক্সিজেনের জন্য হাহাকার আহার কোথাও রক্তের চাহিদা ঘিরে ব্লাড ব্যাঙ্কের সামনে লাইন। কোথাওবা হাসপাতালে রোগীকে প্রথামিক চিকিৎসাটুকু পাইয়ে দিতে হিমশিম খাচ্ছেন খোদ চিকিৎসক থেকে নার্সরা। গোটা দেশে করোনার করুণ পরিস্থিতির মধ্যে এবার 'কাউন্সিল অফ সায়ান্টিফিক অ্যান্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চ' (সিএসআইএর) এবার দিল বড় বার্তা।

করোনা আক্রান্ত হতে পারেন কারা?

করোনা আক্রান্ত হতে পারেন কারা?

সিএসআইআরের রিপোর্ট বলছে ব্লাড গ্রুপ যদি এবি বা বি হয়, তাহলে তাঁদের কোভিডের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে। অন্য়ান্য ব্লাজ গ্রুপের তুলনায় এই ব্লাড গ্রুপের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি । দেশ জুড়ে একচি সিরো সার্ভে করে এমনই তথ্য পেয়েছেন সিএসআইআরের বিজ্ঞানীরা।

 সবচেয়ে কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের?

সবচেয়ে কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের?

সিএসআইআরের রিপোর্ট বলছে করোনায় 'ও' ব্লাড গ্রুপের মানুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। সমীক্ষায় দেখা গিয়েছে যে বহু 'ও' ব্লাড গ্রুপের করোনা রোগী অল্প উপসর্গ নিয়ে চলছেন। তাঁদের মধ্যে আক্রমণের তীব্রতা কম।

মাংস খেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?

মাংস খেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?

সিএসআইআরের রিপোর্ট অনুযায়ী, বেশি মাংস খেলে করোনায় আক্রান্ত হওয়া র সম্ভাবনা থেকে যায় তুলনামূলক বেশি। সেক্ষেত্রে নিরামিষভোজীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। রিপোর্ট বলছে, সবজিতে থাকা ফাইবার কন্টেন্ট দেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে। ফাইবার যুক্ত খাবার করোনা পরবর্তী ক্ষেত্রেও কার্যকরী হয়।

লক্ষ্যপূরণে ব্যর্থ সরকার, একমাসের ফারাকেই ৮৪ শতাংশ পর্যন্ত কমল টিকাকরণের পরিমাণলক্ষ্যপূরণে ব্যর্থ সরকার, একমাসের ফারাকেই ৮৪ শতাংশ পর্যন্ত কমল টিকাকরণের পরিমাণ

চিকিৎসকরা কী বলছেন?

চিকিৎসকরা কী বলছেন?

প্রসঙ্গত, সিএসআইআরের সমীক্ষা ১৪০ জন চিকিৎসক নিয়ে তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী আসা তথ্যের পর বহু প্যথলজিস্টের মতে একজন ব্যক্তির জিবগত পরিকাঠামোর উপর অনেক কিছু নির্ভর করে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটি পরিবারের অধিকাংশ করোনা আক্রান্ত হলেও একজন আক্রান্ত নন। সেটা তাঁ জেনেটিক স্ট্রাকচারের উপর নির্ভর করে বলে দাবি প্যাথলজিস্টদের।

English summary
CSIR report says, AB and B blood groups are more susceptible to Covid19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X