For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে এখনও বন্দি জওয়ান, কোন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র?

Google Oneindia Bengali News

শনিবার ছত্তিশগড়ে বিজাপুর জেলায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২২ জন জওয়ান৷ কিন্তু এখনও অনেক জওয়ান নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহেই এবার ছত্তিশগড়ের স্থানীয় দুই সাংবাদিকের কাছে অজানা ব্যক্তির ফোন আসে। ফোনে দাবি করা হয় যে মাওবাদীদের হাতে এখন বন্দি রয়েছেন এক সিআরপিএফ জওয়ান। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে।

'২-৩ দিন পর বন্দি জওয়ানকে ছাড়া হবে'

'২-৩ দিন পর বন্দি জওয়ানকে ছাড়া হবে'

গণেশ নামক এক সাংবাদিক এই প্রসঙ্গে জানান, ফোনে নাকি তাঁকে জানানো হয় যে ২-৩ দিন পর বন্দি জওয়ানকে ছাড়া হবে মাওবাদীদের তরফে। অপরদিকে অন্য এক সাংবাদিক দাবি করেন, তাঁকে যে ফোন করেছিলেন সে নিজেকে হিদমা বলে দাবি করে। এদিকে মাওবাদীদের হাত এক জওয়ান বন্দি থাকতে পারেন বলে মেনে নিয়েছেন বিজাপুরের পুলিশ সুপার।

সুকমা-বিজাপুর সীমানায় মাওবাদী হামলার ঘটনাস্থলে অমিত শাহ

সুকমা-বিজাপুর সীমানায় মাওবাদী হামলার ঘটনাস্থলে অমিত শাহ

এদিকে আজ সুকমা-বিজাপুর সীমানায় মাওবাদী হামলার ঘটনাস্থান খতিয়ে দেখতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ঘটনাস্থান খতিয়ে দেখার পর তিনি আহত জওয়ানদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান৷ শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদবন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে অমিত শাহের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন সিআরপিএফ প্রধানও।

মাওবাদীদের গুলিতে শহিদ ২২ জওয়ান

মাওবাদীদের গুলিতে শহিদ ২২ জওয়ান

শনিবার দক্ষিণ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল প্রায় ২০০০ নিরাপত্তারক্ষী৷ অভিযান চলাকালীন আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে৷ মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শনিবারই প্রাণ হারান পাঁচ জওয়ান৷ এরপর রবিবার হাসপাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২৷ পরে আরও ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়৷

প্রচারে কাটছাঁট অমিত শাহের

প্রচারে কাটছাঁট অমিত শাহের

দুর্ঘটনার খবর পাওয়ার পর অসমে নির্বাচনী প্রচার কাটছাঁট করে তড়িঘড়ি গতকাল দিল্লি ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ কথা বলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে৷ কেন্দ্র ও রাজ্যকে একত্রে মাওবাদীদের সঙ্গে কথা বলার ডাক দেন তিনি৷ এরপর আজ ছত্তিশগড় যান স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে অমিত শাহ শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানান।

English summary
CRPF Jawan captive in hands of Maoists in Chattisgarh, anonymous calls to reporters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X