For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল-বান্ধব অখিলেশকে নিঃশর্ত সমর্থন সিপিএমের, উত্তরপ্রদেশ সঙ্ঘবদ্ধতার বার্তা ইয়েচুরির

তৃণমূল-বান্ধব অখিলেশকে নিঃশর্ত সমর্থন সিপিএমের, উত্তরপ্রদেশ সঙ্ঘবদ্ধতার বার্তা ইয়েচুরির

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা জিতে ভিনরাজ্যে সংগঠন বাড়ানোর খেলায় মেতেছেন। বিজেপিকে হারানোর কথা মুখে বললেও এখনও পর্যন্ত বিজেপিকে হারাতে বিরোধীদের সঙ্ঘবদ্ধ করার কোনও রূপরেখা দেখাতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও পাঁচ রাজ্যরে নির্বাচনী অবস্থান স্পষ্ট না করলেও বাংলায় তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিএম স্পষ্ট করে দিল কোন পথে তারা হাঁটবে।

সিপিএমের সঙ্গে সপার কি আগের সমীকরণ বজায় থাকবে?

সিপিএমের সঙ্গে সপার কি আগের সমীকরণ বজায় থাকবে?

উত্তরপ্রদেশে সিপিএম অকিলেশ যাদবের সমাজবাদী পার্টিকেই সমর্থন জানানোর বার্তা দিল। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে সিপিএমের পূর্ব সখ্যতা ছিল। বাংলাতেও তাদের জোট ছিল বরাবর। কিন্তু সম্প্রতি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির অখিলেশ যাববের সখ্যতায় প্রশ্ন উঠেছিল সিপিএমের সঙ্গে কি তাদের আগের মতো সমীকরণ বজায় থাকবে? সীতারাম ইয়েচুরি তা স্পষ্ট করে দিলেন।

বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টিকে সমর্থন সিপিএমের

বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টিকে সমর্থন সিপিএমের

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সরাসরি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা ঘোষণা করলেন। তিনি বলেন, সিপিএমের সঙ্গে সমাজবাদী পার্টির সখ্যতা দীর্ঘদিনের। তাই এই নির্বাচনে বিজেপিকে হারাতে তারা সমাজবাদী পার্টিকেই সমর্থন করবেন। এর ফলে সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হওয়া দলের সংখ্যা বাড়ল।

ছোট দলের সঙ্গে জোট করে বিজেপিকে চ্যালেঞ্জ সপার

ছোট দলের সঙ্গে জোট করে বিজেপিকে চ্যালেঞ্জ সপার

উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সঙ্গে এবার জোট হয়েছে আরএলডি, এনসিপি, সুহেলদেব ভারতীয় জনতা পার্টি, জনবাদী পার্টি (সমাজবাদী), আপনা দল (কৃষ্ণা প্যাটেল), পিএসপি-এল ও মহান দলের। এবার যুক্ত হল সিপিএমও। তবে এবার কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটের রাস্তায় হাঁটেনি সমাজবাদী পার্টি। ছোট দলের সঙ্গে জোট করে এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অখিলেশ যাদব।

তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে সংগঠন গড়ে তুলতে চেয়েছিল

তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে সংগঠন গড়ে তুলতে চেয়েছিল

তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে সংগঠন গড়ে তোলার চেষ্টায় ছিল। তারা ইতিমধ্যেই কংগ্রেস ভেঙে দু-একজন নেতাকে সঙ্গে নিয়েছেন। সেই কারণে মনে করা হয়েছিল তৃণমূল উত্তরপ্রদেশেও সংগঠন গড়ে তুলতে পারে। কিন্তু তা আদতে হয়নি। তবে সমাজবাদী পার্টিকে সমর্থনের কথাও জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবং তাঁর দল ব্যস্ত গোয়া নির্বাচনে। গোয়ায় কংগ্রেস ভেঙে তাঁরা সংগঠন গড়ে বিজেপির সুবিধা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছিল।

বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের বার্তা ইয়েচুরির

বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের বার্তা ইয়েচুরির

তৃণমূল না জানালেন, সিপিএম প্রধান সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, উত্তরপ্রদেশ রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করতে তারা সমাজবাদী পার্টিকে সমর্থন করবে। উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে ৪০৩টি আসনে বিধানসভা নির্বাচন হবে সাত দফায়। সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েই সমর্থনের কথা জানিয়েছেন ইয়েচুরি।

English summary
CPM general secretary Sitaram Yechuri expresses support to Akhilesh yadav’s Samajwadi Party in UP Election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X