For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত নয়, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত করা চলবে না, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

  • |
Google Oneindia Bengali News

গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত করা চলবে না। তাদের আইনি পথে বিচার চালিয়ে শাস্তি দিতে হবে বলে শুক্রবার কড়া পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট।

গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত নয়

গো-পালক পেহলু খানের খুনের মামলার শুনানিতে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। পাশাপাশি ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে।

এই বছরের এপ্রিলে পেহলু খানকে গোরক্ষকরা মারধর করে মেরে ফেলে। হরিয়ানার নুহ থেকে রাজস্থানের জয়পুরে গবাদি পশু গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন পেহলু ও তাঁর পুত্র। রাস্তাতেই তাঁকে মারধর করে গোরক্ষকরা। পরে হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়ার আগে ছয় অভিযুক্তকে চিহ্নিত করে গিয়েছিলেন পেহলু খান। তবে রাজস্থান পুলিশ ছয় জনকেই ক্লিনচিট দিয়ে দেয়। এর আগে গোরক্ষা ও গোহত্যা নিয়ে সব রাজ্যকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে রিপোর্ট পেশ করতে বলে। সেইমতো এদিন গুজরাত, রাজস্থান, ঝাড়খণ্ড, কর্ণাটক, উত্তরপ্রদেশের মতো রাজ্য নিজেদের রিপোর্ট জমা করেছে। বাকী সব রাজ্যকেও সুপ্রিম কোর্ট শীঘ্র রিপোর্ট জমা করতে বলেছে। এই মামলায় পরবর্তী শুনানি ৩১ অক্টোবর।

English summary
Cow vigilantes need to be brought to justice, victims must be compensated, says Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X