For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যগুলির জন্য পর্যাপ্ত ডোজ রয়েছে, ভ্যাকসিন ঘাটতির অভিযোগ নিয়ে টুইটে সরব হর্ষ বর্ধন

রাজ্যগুলির জন্য পর্যাপ্ত ডোজ রয়েছে, ভ্যাকসিন ঘাটতির অভিযোগ নিয়ে টুইটে সরব হর্ষ বর্ধন

Google Oneindia Bengali News

রাজ্যগুলি তাদের ব্যর্থতা গোপন করার জন্য এগুলি করছে। হর্ষ বর্ধন এও জানান, ভ্যাকসিন বরাদ্দের ক্ষেত্রে শীর্ষে থাকা তিনটি রাজ্যের মধ্যে নাম র‌য়েছে অবিজেপি শাসিত মহারাষ্ট্র ও রাজস্থানের নাম।

দেশে কোভিড কেস যখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেই সময় বর্ধন জানিয়েছেন যে ৯.‌১ কোটি ভ্যাকসিন ডোজ ব্যবহৃত হয়েছে ইতিমধ্যে। এছাড়াও ২.‌৪ কোটি ডোজ সংরক্ষিত রয়েছে এবং আরও ১.‌৯ কোটি ভ্যাকসিন আসছে। স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে প্রত্যেক রাজ্যের জন্য পর্যাপ্ত ডোজ উপলব্ধ রয়েছে। হর্ষ বর্ধন টুইটে বলেন, 'কেন্দ্রের পক্ষপাতিত্ব নিয়ে কিছু রাজ্যের মেকি কান্না হাস্যকর ছাড়া আর কিছুই নয়, এতে তারা নিজেদের ব্যর্থতাকে গোপন করছে। ভ্যাকসিন ডোজ বরাদ্দের ক্ষেত্রে শীর্ষে থাকা ৩টি রাজ্যের মধ্যে ২টি রাজ্য হল মহারাষ্ট্র ও রাজস্থান এবং উভয় রাজ্যই অবিজেপি শাসিত সরকারের।’‌‌

৯ কোটি ভ্যাকসিন সরবরাহ

৯ কোটি ভ্যাকসিন সরবরাহ

হর্ষ বর্ধন আরও একটি টুইটে ভ্যাকসিন ডোজের পরিমাণ উল্লেখ করে বলেন, '‌আসুন আতঙ্কের অবাসান করি। কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ রাজ্যগুলিতে মোট সরবরাহ করা হয়েছে ৯ কোটি, স্টকে রয়েছে ৪.‌৩ কোটির বেশি, তাহলে ভ্যাকসিন ঘাটতির প্রশ্ন উঠছে কোথায়?‌ আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করছি এবং সরবরাহ বাড়িয়ে যাচ্ছি।'‌

 হর্ষ বর্ধন ক্ষুব্ধ বেশ কিছু রাজ্যের প্রতি

হর্ষ বর্ধন ক্ষুব্ধ বেশ কিছু রাজ্যের প্রতি

বুধবার হর্ষ বর্ধন খুব কড়া ভাষায় মহারাষ্ট্র ও অন্য রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরান। তিনি জানিয়েছেন যে এই রাজ্যগুলি নিজের ব্যর্থতা ঢাকতে এ ধরনের অভিযোগ করছে এবং মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। বর্তমানে ৪৫ বছর ও তার বেশি বয়সের ব্যক্তিদের টিকাদান করা হচ্ছে। বর্ধন জানিয়েছেন যে ভ্যাকসিনের ঘাটতির অভিযোগ ভিত্তিহীন, মহারাষ্ট্র সহ অন্য রাজ্যগুলির টেস্টিং, কনটেইনমেন্ট কৌশল ও টিকাদান কর্মসূচির উন্নতি করা প্রয়োজন।

কম ভ্যাকসিন পাচ্ছে মহারাষ্ট্র

কম ভ্যাকসিন পাচ্ছে মহারাষ্ট্র

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বৃহস্পতিবারই জানিয়েছেন যে গুজরাত ও মধ্যপ্রদেশের তুলনায় কেন মহারাষ্ট্রকে কম ভ্যাকসিন ডোজ দেওয়া হচ্ছে, যেখানে দেশের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় করোনা কেস রয়েছে এবং সর্বোচ্চ টিকাদান হচ্ছে এ রাজ্যেই।

মহারাষ্ট্রে ভ্যাকসিন ডোজের বৃদ্ধি

মহারাষ্ট্রে ভ্যাকসিন ডোজের বৃদ্ধি

ভ্যাকসিন ডোজের ঘাটতি নিয়ে মহারাষ্ট্র কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলার পরই কেন্দ্র সিদ্ধান্ত নেয় যে আগের প্রতিশ্রুতি অনুযায়ী ৭.‌৩ লক্ষ ডোজের বদলে ১৭ লক্ষ ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হবে মহারাষ্ট্রকে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তেও খুশি নয় মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন যে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের চেয়ে বেশি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে এই রাজ্যের। প্রতি সপ্তাহে মহারাষ্ট্রের ৪০ লক্ষ করে ডোজের প্রয়োজন, অথচ গুজরাট ৩০ লক্ষের বেশি ও হরিয়ানাকে ২৪ লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হচ্ছে।

ভ্যাকসিন নেওয়ার পর তিন দিনের মাথায় মৃত্যু! উদ্বেগ বাড়াচ্ছে নয়া পরিসংখ্যান ভ্যাকসিন নেওয়ার পর তিন দিনের মাথায় মৃত্যু! উদ্বেগ বাড়াচ্ছে নয়া পরিসংখ্যান

English summary
Harsh Vardhan said there are adequate vaccine doses for every state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X