For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে পুরীর রথযাত্রা কীভাবে হতে চলেছে! ভাঙতে চলেছে কোন প্রথা

coronavirus, odisha, puri, rath yatra, করোনা ভাইরাস, পুরী, রথযাত্রা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আক্রমণের জেরে গোটা দেশে অত্যন্ত সংকটজনক পরিস্থিতি । মানস সরোবার যাত্রা ইতিমধ্যেই স্থগিত। অন্যদিকে, জম্মুতে অমরনাথ যাত্রা নিয়েও বিভ্রান্তি রয়েছে। এমন অবস্থায় সামনেই আসন্ন পুরীর রথযাত্রা। প্রতিবার যেখানে হাজার হাজার লোকের সমাগম হয়। এমন পরিস্থিতিতে এবারের পুরীর রথযাত্রা নিয়ে একাধিক নির্দেশের তথ্য উঠে আসছে।

অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে ঔদাসীন্য!

অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে ঔদাসীন্য!

অন্যান্যবার অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে জগন্নাথ মন্দিরে প্রবল ভক্ত সমাগম দেখা যায়। আর রথযাত্রার আগে এই দিনে পুরীর মন্দিরে ধুমধাম সহকারে পুজো হয়। এবার সেই জাঁকজমক নেই। তবে পুজো পাঠ চলছে। আজকের দিনেই তৈরি হয় রথের কাঠামো।

 ২৩ জুন ঘিরে বার্তা

২৩ জুন ঘিরে বার্তা

২৩ জুন এবারের রথযাত্রা আয়োজিত হতে চলেছে। আর এই দিনে পুরীতে লক্ষ মানুষের ভিড় হওয়ার সম্ভবনা থাকে। তবে করোনার আবহে যাতে পুরীর রথযাত্রায় কোনও মতেই ভিড় না হয়, তাই সোশ্যাল ডিসটেন্সিং এর
পদ্ধতি অবলম্বন করে সেই সময় পুরীর রথ মন্দিরের মধ্যেই আয়োজিত হবে বলে খবর।

লকডাউনে থমকে গিয়েছে পুরীর রথের চাকা!

লকডাউনে থমকে গিয়েছে পুরীর রথের চাকা!

পুরীর মূল রথযাত্রার আগে পালিত হয় চন্দন যাত্রা। যা প্রথা ভেঙে এই প্রথমবার থমকে গিয়েছে। আর তা মন্দিরের মধ্যেই পালিত হয়েছে। লকডাউনের মধ্যে অক্ষয় তৃতীয়ার আগের দিন এই চন্দন যাত্রা পালিত হয়েছে পুরীতে। পুরীর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার আবহে বৃহত্তর স্বার্থে যা যা প্রয়োজনীয় সেরকমই ব্যবস্থা নেওয়া হবে।

পাণ্ডবদের মতো অক্ষয়লাভের দিশা দিলেন মোদী, করোনাকে হারানোর মন্ত্র 'মন কি বাত’-এপাণ্ডবদের মতো অক্ষয়লাভের দিশা দিলেন মোদী, করোনাকে হারানোর মন্ত্র 'মন কি বাত’-এ

English summary
Coronavirus update, Rath yatra to take place inside Jagannath temple premises.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X