For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ এপ্রিলের আগে লকডাউনের নিয়ম নিয়ে ফের বড় বার্তা কেন্দ্রের

২০ এপ্রিলের আগে লকডাউনের নিয়ম নিয়ে ফের বড় বার্তা কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

দেশে অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্য কতটা মজুত রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনায় বসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে লকডাউনের মধ্যে বেশ কয়েকটি নিয়ম নিষেধাজ্ঞা নিয়ে কড়া নির্দেশ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে।

লকডাউন নিয়ে বার্তা

লকডাউন নিয়ে বার্তা

লকডাউনের মধ্যে ২০ এপ্রিলের পর থেকে অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন একাধিক জিনিস ই-কমার্স সেক্টরগুলিকে পরিবহন করার জন্য ছাড় দেয় সরকার। তবে, ১৯ এপ্রিলের জারি করা নির্দেশে সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এখন থেকে কোনও ইকমার্স সেক্টর অনঅত্যাবশ্যকীয় পণ্য ২০ এপ্রিলের পর পৌঁছবেনা লকডাউনের মধ্যে। সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে ই কমার্সের উপর।

কোন কোন অর্ডার পাচ্ছিল ই কমার্স সাইটগুলি

কোন কোন অর্ডার পাচ্ছিল ই কমার্স সাইটগুলি

জানা গিয়েছে, ইকমার্স সাইটগুলি লকডাউনের মধ্যে প্রচুর পরিমাণে মোবাইল ফোনের অর্ডার পেয়েছে। তবে সেই অর্ডার আপাতত পৌঁছানো সম্ভব নয় সরকারি নির্দেশিকার পর।

 কেন্দ্র যা জানিয়েছিল

কেন্দ্র যা জানিয়েছিল

এর আগে কেন্দ্র জানিয়েছিল,নতুন সংযুক্ত হওয়া গাইডলাইন এবার থেকে অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে ধরা হবে ফাইনান্স কর্পোরেশন ও মাইক্রোফাইনান্স কর্পোরেশনগুলিকে। এই প্রতিষ্ঠানগুলিকে কাজ শুরুর বিষয়ে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

গ্রাম সম্পর্কে কেন্দ্র যা জানিয়েছিল

গ্রাম সম্পর্কে কেন্দ্র যা জানিয়েছিল

গ্রামীণ এলাকা নিয়ে কেন্দ্র জানিয়েছিল যে ওই এলাকা সংক্রান্ত তথ্য গ্রামীণ এলাকায় জলপ্রকল্প সংক্রান্ত নির্মাণের কাজ লকজাউনের মধ্যেও চলবে বলে জানিয়েছে কেন্দ্র। এছাড়াও স্যানিটাইজেশন, বিদ্যুৎ, টেলিকম পরিষেবা সংক্রান্ত কাজও চালু রাখার বার্তা দেওয়া হয়েছে।

মোদী সরকার 'হৃদয়হীন'! লকডাউনে সর্বশান্তদের নিয়ে জোরদার সওয়াল চিদাম্বরমেরমোদী সরকার 'হৃদয়হীন'! লকডাউনে সর্বশান্তদের নিয়ে জোরদার সওয়াল চিদাম্বরমের

English summary
Coronavirus update, MHA bars supply of non-essential items by e-commerce companies during lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X