For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নভেম্বরে ফের করোনা সংক্রমণ দেখা দেবে, আশঙ্কাবাণী চিনের বিশেষজ্ঞের গলায়

Google Oneindia Bengali News

বছরের শুরুতেই চিনে যখন একের পর এক কেড়ে নিচ্ছিল প্রাণ তখনও উন্নত বিশ্ব ততটা তোয়াক্কা দেয়নি এই মারণ সংক্রমণকে। এরপর ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মহামারী। সেই মহামারীর বিরুদ্ধে এখন গোটা বিশ্ব লড়াই করার চেষ্টা করছে। এরই মধ্যে নতুন আশঙ্কাবাণী শোনালেন চিনের এক বিশেষজ্ঞ।

করোনা ভাইরাসের সংক্রমণ ফের ছড়াবে বিশ্বে

করোনা ভাইরাসের সংক্রমণ ফের ছড়াবে বিশ্বে

চিনের এক মেডিকেল বিশেষজ্ঞ ঝ্যাং ওয়েনহং এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে জানান যে নভেম্বরেই ফের এই করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিতে পারে চিনের পাশাপাশি সারা বিশ্বে।

জনজীবন ফের কবে নাগাদ কর্মমুখর হবে?

জনজীবন ফের কবে নাগাদ কর্মমুখর হবে?

বিশ্বজুড়ে থমকে যাওয়া জনজীবন ফের কবে নাগাদ কর্মমুখর হবে বলতে পারছে না কেউ। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার মতো কোনো আশাবাদও কেউ কাউকে শোনাতে পারছেন না। এদিকে প্রতি মুহূর্তে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রশ্ন উঠেছে প্রাণ সংহারক নভেল করোনাভাইরাসের এই দাপট কি চলতেই থাকবে?

কী বললেন বিশেষজ্ঞ?

কী বললেন বিশেষজ্ঞ?

এরই মধ্যে ঝ্যাং বলেন, 'আমরা যতক্ষণ পর্যন্ত না এই ভাইরাস নির্মূল করতে পারব ততক্ষণ পর্যন্ত এর সংক্রমণ শেষ হচ্ছে না। আর এটি নির্মূল করার একমাত্র উপায় ভ্যাকসিন প্রয়োগ। মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যেমই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ভাইরাস সম্ভবত পৃথিবীতে রয়েই যাবে। গুটি বসন্তের ক্ষেত্রে যেমনটা হয়েছিল।'

করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হতে পারে শীত, বসন্ত আর শরতে

করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হতে পারে শীত, বসন্ত আর শরতে

তিনি বলেন, প্রতিবছরই করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হতে পারে শীত, বসন্ত আর শরৎ ঋতুতে। আর এর প্রকোপ কমতে পারে গ্রীষ্মে। অন্য মহামারির ক্ষেত্রেও যেমনটা ঘটেছে এবারও হয়তো সেটা ঘটতে পারে। মানুষকে আক্রান্ত করার পর স্বাভাবিকভাবেই এর প্রভাব কমে আসবে। তবে এ ক্ষেত্রে কার্যকরী ভ্যাকসিন প্রয়োজন।

English summary
coronavirus to return for second wave in november predicts chinese expert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X